Apan Desh | আপন দেশ

এক ইলিশের দাম ৫ হাজার ৭০০ টাকা!

পটুয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত: ২০:৩৬, ১৮ আগস্ট ২০২৫

এক ইলিশের দাম ৫ হাজার ৭০০ টাকা!

ছবি: আপন দেশ

পটুয়াখালীর কুয়াকাটার গঙ্গামতি এলাকায় জেলের জালে ১ কেজি ৯০০ গ্রামের একটি বড় ইলিশ ধরা পড়ে। পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি ৫ হাজার ৭০০ টাকায় বিক্রি করা হয়।

সোমবার (১৮ আগস্ট) বঙ্গোপসাগরের পায়রা বন্দরের তীরবর্তী গঙ্গামতি এলাকায় বাবুল মাঝি নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

পরে মাছটি কুয়াকাটা মেয়র বাজারে নিয়ে আসা হলে নিলামের মাধ্যমে ৫ হাজার ৭০০ টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী রফিক পাটোয়ারী। মাছটি ঢাকায় বিক্রির জন্য রাখা হয়েছে।

আরওপড়ুন<<>>ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ৬ বগি বিচ্ছিন্ন, ঢাকা-চট্টগ্রাম যোগাযোগ বন্ধ

রফিক পাটোয়ারী বলেন, বঙ্গোপসাগরের পায়রা বন্দরের তীরবর্তী এলাকা থেকে জেলে মাছটি শিকার করে এনেছেন। এত বড় সাইজের ইলিশ এখন খুব কম ধরা পড়ে। সামান্য লাভ হলেও তা বিক্রি করে দেব।

জেলে বাবুল মাঝি বলেন, সাগরে বড় ইলিশের সংখ্যা কম। তবে এ মাছটি সাইজে বড় হওয়ায় ভালো দামে বিক্রি করতে পারলাম। আল্লাহ যা দিয়েছেন তাতেই খুশি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, বড় ইলিশ জেলেদের জন্য সুখবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় জেলেদের জালেও এখন বড় ইলিশ পাওয়া যাচ্ছে। আশা করি, আগামী দিনে ইলিশের পরিমাণ আরও বাড়বে, তাতে বাজারে দামও কমবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়