
শাকিব খান-তানজিন তিশা
ঢাকাইয়া চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। কখনও নিজের বিতর্কিত কমকাণ্ডের জন্য আলোচনায় এসেছেন। আবার কখনও তাকে ঘিরে অন্য কেউ আলোচনায় এসেছেন। তেমনি এবার আলোচনায় এসেছেন ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। শোনা যাচ্ছে, ঢালিউড সুপারস্টারের সিনেমার নায়িকা হতে যাচ্ছেন এ অভিনেত্রী।
সেপ্টেম্বরে নতুন সিনেমার শুটিংয়ে অংশ নিতে যাচ্ছেন শাকিব খান। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি নির্মাণ করবেন পরিচালক সাকিব ফাহাদ। আর এ সিনেমায় শাকিবের নায়িকা হচ্ছেন তানজিন তিশা। সিনেমাটির অধিকাংশ শুটিং হবে থাইল্যান্ডে, এরপর বাংলাদেশে।
শাকিব খানের বিপরীতে ছোটপর্দার জনপ্রিয় এক অভিনেত্রীকে নেয়া হবে, এমন গুঞ্জন আছে, ছিল এতদিন। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রে নিশ্চিত হয়েছে, এ সিনেমায় শাকিবের নায়িকা হতে যাচ্ছেন তানজিন তিশা। এরই মধ্যে মৌখিক সব কিছুই চূড়ান্ত হয়ে গেছে, এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে।
আরওপড়ুন<<>>আই লাভ ইউ’ কথাটা বিরক্তিকর: সাদিয়া আয়মান
দেশের একাধিক গণমাধ্যমের খবরে দাবি করা হচ্ছে, ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হওয়া মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হয়েছিলেন। সে ঘটনায় সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছিল। সংবাদমাধ্যমের দাবি, এ সিনেমায় শাকিব খান পর্দায় হাজির হবেন মেজর সিনহার চরিত্রে!
তবে সূত্র জানিয়েছেন, সরাসরি কোনো সেনাবাহিনীর কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন না শাকিব খান। বরং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্টের ভূমিকায় দেখা যেতে পারে তাকে। যিনি দেশের হয়ে একের পর এক লোমহর্ষক অপারেশন সফলভাবে সম্পন্ন করেন।
সিনেমার গল্পে থাকবে সত্য ঘটনা এবং নাটকীয়তার মিশ্রণ। যা তুলে ধরবে তার চাকরি জীবনের নানান প্রেক্ষাপট ও দেশের রাজনৈতিক পরিস্থিতি। সঙ্গে জড়িয়ে থাকা উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য। এ ছবির মাধ্যমে গোয়েন্দা সংস্থার নাম ও অবদানও উঠে আসবে বড় পর্দায়।
এদিকে, শাবিক খানকে নিয়ে প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করতে যাচ্ছে সাকিব ফরহাদ। এতোদিন বিজ্ঞাপন ও একাধিক টিভি নাটক নির্মাণ করেছেন তিনি। এবার শাকিবকে নিয়ে সিনেমা তৈরি করবেন এ নির্মাতা।
জানা গেছে, সেপ্টেম্বরে সিনেমার শুটিং শুরু হয়ে আগামী ডিসেম্বরে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্যে একযোগে মুক্তি দেয়া হবে। সূত্র: এনটিভি
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।