
ছবি: আপন দেশ
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস দফতরের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা চত্বর থেকে এ র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা প্রশাসনের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
আরওপড়ুন<<>>জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরায় র্যালি
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান, কৃষি অফিসার ফারজানা তাসলিম, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূইয়া, বিআরডিসি অফিসার বন্নি শিখা রয়, প্রশাসনের বিভিন্ন দফতরের প্রধানরা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যচাষি ও ব্যবসায়ী এবং গণমাধ্যমকর্মীরা।
সভা শেষে তিন মৎসচাষিকে ব্যবসায় উৎসাহ প্রদানের লক্ষ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।