Apan Desh | আপন দেশ

ঢাকা সিটি কলেজ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শুক্রবারও শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৮, ১৮ জুলাই ২০২৫

আপডেট: ১৬:২৯, ১৮ জুলাই ২০২৫

ঢাকা সিটি কলেজ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শুক্রবারও শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

বর্তমান অধ্যক্ষের পদত্যাগের দাবিতে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে আজ (শুক্রবার) ছুটির দিনেও বিক্ষোভ করেছে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা।

শুক্রবার (১৮ জুলাই) সকাল থেকে ২৫ ও ২৬তম ব্যাচের শতাধিক শিক্ষার্থী কলেজের মূল ফটকের সামনে এ বিক্ষোভে করে। এ সময় তাদের ভাষায় ‘স্বঘোষিত’ অধ্যক্ষের স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে এবং প্রশাসনিক সিন্ডিকেট ভাঙার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ নিয়ামুল হক কর্তৃত্ববাদী মনোভাবে কলেজ চালাচ্ছেন। তার ঘনিষ্ঠ একটি গোষ্ঠী বিভিন্ন প্রশাসনিক অনিয়মে যুক্ত আছেন।

আন্দোলনকারীদের দাবি, আহত শিক্ষার্থীদের ঘটনায় তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ক্লাস, অভ্যন্তরীণ পরীক্ষা ও ফি প্রদানসহ সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বর্জন করে আন্দোলন চালিয়ে যাবেন।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, আমরা ন্যায্য দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। অথচ কলেজ প্রশাসন গেট বন্ধ করে দিয়ে আমাদের প্রবেশাধিকার বন্ধ করেছে। এটা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থি।

আরওপড়ুন<<>>রাবির ৩ আওয়ামী কর্মকর্তা গ্রেফতার

এইচএসসি ২৬তম ব্যাচের শিক্ষার্থী রাইহান হোসেন সাংবাদিকদের জানান, আমরা ক্লাস করতে, পরীক্ষা দিতে চাই। কিন্তু একজন স্বঘোষিত অধ্যক্ষের স্বেচ্ছাচারিতার কারণে কলেজের পরিবেশ প্রতিদিন খারাপ হচ্ছে। সহপাঠীরা আহত হওয়ার পরও কোনো তদন্ত হয়নি। আমরা তার পদত্যাগ ছাড়া কিছুই মানব না।

২৫তম ব্যাচের শিক্ষার্থী তাসনিম আক্তার বলেন, কলেজ প্রশাসনের বিরুদ্ধে শুধু আমাদের না, এর আগের ব্যাচের শিক্ষার্থীরাও অভিযোগ করেছেন। কিন্তু প্রতিবার প্রশাসন তা আমলে নেয়নি। এবার আর তা হতে দেয়া হবে না। আমরা আন্দোলন চালিয়ে যাব। প্রশাসনের দেয়া কোনো নোটিশ মানছি না। কারণ তারা শিক্ষার্থীদের স্বার্থে কাজ করছে না। বরং গেট বন্ধ করে আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকব।

অন্যদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কলেজের চারপাশে সতর্ক অবস্থানে রয়েছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও উত্তেজনা বিরাজ করছে।

উল্লেখ্য, গত ০৮ জুলাই শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনায় আহত হন মেহেদী হাসান তানিম ও অপু নামের দুই শিক্ষার্থী। এরপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে কলেজের পরিস্থিতি। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার অভ্যন্তরীণ পরীক্ষা ও ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়। তবে এখন পর্যন্ত কলেজ কর্তৃপক্ষের কোনো লিখিত বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়