Apan Desh | আপন দেশ

ভর্তি পরীক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে রাবি পিডিএফ

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০১, ১৯ এপ্রিল ২০২৫

আপডেট: ১৭:০৩, ১৯ এপ্রিল ২০২৫

ভর্তি পরীক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে রাবি পিডিএফ

ছবি: আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহযোগিতায় কাজ করছে বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ) সদস্যরা।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯টা থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দিতে আসা প্রতিবন্ধী শিক্ষার্থীদের নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন পিডিএফ সদস্যরা। এতে নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি ফয়সাল কবির ও সাধারণ সম্পাদক লতা আক্তার।

সরেজমিনে দেখা যায়, নিরাপদে পরীক্ষার কেন্দ্রে সিটে পৌঁছে দেয়া, প্রাথমিক চিকিৎসা, খাবার পানি সরবরাহ, অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা নানাভাবে সেবা দিয়ে যাচ্ছেন তারা।

এদিকে, ড. মো. ওয়াজেদ মিয়া অ্যাকাডেমিক ভবনের পাশে হেল্পক্যাম্প বসিয়েছে পিডিএফ টিম। সংগঠনের কর্মীরা কয়েকটি দলে ভাগ হয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহযোগিতা করছেন। 

এ বিষয়ে সংগঠনটির সভাপতি ফয়সাল কবির বলেন, পিডিএফ একটি অরাজনৈতিক ও সামাজিকমূলক সংগঠন। যা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে একটি প্রতিবন্ধী বান্ধব ও অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাসে রূপান্তর করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

আরওপড়ুন<<>>রাবির ভর্তি পরীক্ষায় ছাত্রদলের ‘জরুরি বাইক সার্ভিস’

তিনি আরও বলেন, রাবির ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনের মতো পিডিএফ অ্যাডমিশন হেল্পক্যাম্প বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে। প্রতিবন্ধী পরীক্ষার্থীদের রিসিভ করে তাদের নিরাপদে পরীক্ষার হলের সিটে পৌঁছে দেয়া এবং নিয়ে আসা। প্রয়োজনে হুইলচেয়ার, তথ্য ও দিকনির্দেশনা প্রদান করা, প্রাথমিক চিকিৎসা, খাবার পানি সরবরাহ করাসহ অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। আমাদের কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকেও সহযোগিতা পাচ্ছি। 

পাবনা থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থী মো. চাঁদ বাবু বলেন, পিডিএফ-এর কার্যক্রম চমৎকার। আমি সকালের ট্রেনে পাবনা থেকে এসেছি। আমি জানতাম না আমার পরীক্ষা ২য় সিফটে। কিন্তু আমি ভুলে সকালে চলে এসেছি। তারা আমাকে ৪তলায় নিয়ে গিয়েছিল, পরে আবার বুথে নিয়ে এসেছে। আমাকে সহযোগিতা করার জন্য পিডিএফকে ধন্যবাদ। 

পিডিএফ-এর হেল্পক্যাম্প পরিদর্শন শেষে রাবি উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, পিডিএফ অ্যাডমিশন পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিদিন আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য। আজকেও তারা দুই সিফটে কাজ করছে। আমি পিডিএফ-এর কাজে খুব খুশি।

প্রসঙ্গত, পিডিএফ সাধারণত প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন এবং তাদের অধিকার নিয়ে কাজ করে। ২০০৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ২০১০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়