Apan Desh | আপন দেশ

বর্ণাঢ্য আয়োজনে বাকৃবিতে সরস্বতী পূজা উদযাপন 

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৪, ৩ ফেব্রুয়ারি ২০২৫

বর্ণাঢ্য আয়োজনে বাকৃবিতে সরস্বতী পূজা উদযাপন 

ছবি: আপন দেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বর্ণাঢ্য আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। সোমবার (০৩ ফেব্রুয়ারি) সকালে সনাতন সংঘ ও কেন্দ্রীয় মন্দির কমিটির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে এ পূজা অনুষ্ঠিত হয়।

সকাল ৮টায় প্রতিমা স্থাপন ও সাড়ে ৮টায় পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। যা মন্ত্রপাঠের মাধ্যমে সম্পন্ন করা হয়। এরপর উপস্থিত সবার মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া, সন্ধ্যা সাড়ে ৬টায় আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অঞ্জলি শেষে ‘শ্রী শ্রী বাণী অর্চনা’ শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি অধ্যাপক ড. সুকুমার সাহা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, ইউজিসি অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী। 

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের শ্রীমৎ স্বামী কল্যাণদানন্দ মহারাজ। এছাড়া সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, বাংলাদেশ একটি শান্তির দেশ, যেখানে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে। প্রত্যেকেই তার ধর্মীয় স্বাধীনতা ভোগ করার অধিকার রাখে। যার ধর্ম সে পালন করবে, এখানে বাধা দেয়ার কারও অধিকার নেই। আমরা যেন হিংসা-বিদ্বেষ পরিত্যাগ করে সুন্দর জাতি হিসেবে একটি সমৃদ্ধ দেশ গড়ে তুলতে পারি।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়