Apan Desh | আপন দেশ

শহীদ বেদিতে ইবি প্রশাসনের শ্রদ্ধা

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৪, ২১ ফেব্রুয়ারি ২০২৪

শহীদ বেদিতে ইবি প্রশাসনের শ্রদ্ধা

ছবি: আপন দেশ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা আজ। নানা আয়োজনের মধ্যদিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পালিত হচ্ছে। ইবি কেন্দ্রীয় মসজিদে ভাষা শহীদদের রূহের মাগফিরাতে পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল করা হয়। 

২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে প্রশাসন ভবন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে পদযাত্রা করা হয়। এরপর শহীদ বেদিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান।

আরও পড়ুন>> জাবি ছাত্র ইউনিয়নের সভাপতি-সম্পাদক বহিষ্কার

এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, অনুষদ, হল, বিভাগ, ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পুষ্পস্তবক অর্পণ শেষে ১ মিনিট নীরবতা পালন, শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এদিকে সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। কালো পতাকা উত্তোলন করেন প্রো-ভিসি প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। এর আগে সকাল সাড়ে ৯টায় হলগুলোতে প্রভোস্টরা জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন। একইসঙ্গে কালো পতাকা উত্তোলন করেন। 

আপন দেশ/এমসি/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা