Apan Desh | আপন দেশ

চিনির দাম ২৫ টাকা বাড়াতে চিঠি দিয়েছেন মিল মালিকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৮, ১৯ জুন ২০২৩

আপডেট: ২২:৩৩, ১৯ জুন ২০২৩

চিনির দাম ২৫ টাকা বাড়াতে চিঠি দিয়েছেন মিল মালিকরা

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে চিনির দাম বাড়াতে চিঠি দিয়েছে মিল মালিকরা। এ দফায় চিনির দাম কেজিতে সর্বোচ্চ ২৫ টাকা বাড়াতে চান মিল মালিকরা। 

সোমবার (১৯ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। বাণিজ্য সচিব বরাবর ওই চিঠি পাঠানো হয়েছে।

বর্তমানে প্রতিকেজি খোলা চিনি ১২০ টাকা এবং প্যাকেট চিনি ১২৫ টাকা নির্ধারিত আছে। তবে সরকার নির্ধারিত এই দাম ব্যবসায়ীরা মানছেন না। বাজারে প্রতিকেজি চিনি ১৩৫ টাকা থেকে ১৪০ টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। 

আরও পড়ুন <> চিনির দাম বাড়লো কেজিতে ১৬ টাকা

নতুন প্রস্তাবে আগামী ২২ জুন থেকে প্রতিকেজি খোলা চিনি ১৪০ টাকা এবং প্যাকেট চিনি ১৫০ টাকা নির্ধারণের কথা জানানো হয়েছে।

গত ১১ মে আন্তর্জাতিক বাজারে চিনির দাম বাড়ায় দেশের বাজারে প্রতি কেজি চিনির দাম ১৬ টাকা বাড়িয়ে খোলা চিনি ১২০ টাকা এবং প্যাকেটজাত চিনি ১২৫ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু আমদানিকারক থেকে খুচরা ব্যবসায়ী কেউই মানেনি এ দর। বাজারে প্রতি কেজি খোলা চিনি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা। তবে রোজার ঈদের পর থেকে প্যাকেটজাত চিনি বাজার থেকে 'নাই' হয়ে গেছে। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়