Apan Desh | আপন দেশ

সম্মিলিত ব্যাংক থেকে ২ দিনে ১০৭ কোটি ৭৭ লাখ টাকা উত্তোলন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২১:০৩, ৫ জানুয়ারি ২০২৬

সম্মিলিত ব্যাংক থেকে ২ দিনে ১০৭ কোটি ৭৭ লাখ টাকা উত্তোলন

ছবি : আপন দেশ

বেসরকারি ৫ ব্যাংক একীভূত করার পর সম্মিলিত ইসলামি ব্যাংক থেকে গত ২ দিনে ১০৭ কোটি ৭৭ লাখ টাকা উত্তোলন করেছেন গ্রাহকরা। মোট ১৩ হাজার ৩১৪ আমানতকারী এ অঙ্কের টাকা উঠিয়েছেন।

রোববার (০৫ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ গভর্নর আহসান এইচ মনসুর। 

আহসান এইচ মনসুর বলেন, ‘টাকা উত্তোলনের সঙ্গে জমাও হয়েছে। এটা প্রমাণ করে, এখানে টাকা সম্পূর্ণ নিরাপদ। গ্রাহকদের কোনো চিন্তা করতে হবে না। আগামীতেও ভয়ের কোনো কারণ দেখছি না।’ 

গভর্নর জানান, সবচেয়ে বেশি এক্সিম ব্যাংক থেকে তোলা হয় ৬৬ কোটি টাকা। এ ব্যাংক থেকে ৬ হাজার ২৬৫ জন টাকা উত্তোলন করেছেন গ্রাহকরা। অপরদিকে এ সময়ে ৫ ব্যাংকে টাকা জমা হয় ৪৪ কোটি ৯ লাখ টাকা। 

এরমধ্যে সবচেয়ে বেশি ২৪ কোটি ২৬ লাখ টাকা জমা হয় এক্সিম ব্যাংকে। এরপরই ইউনিয়ন ব্যাংকে ১৫ কোটি ২৪ লাখ, এসআইবিলে ৩ কোটি ৪৯ লাখ টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামিতে ৪৮ লাখ ও গ্লোবাল ইসলামি ব্যাংকে জমা হয় ৬২ লাখ টাকা।

এর মধ্যে বৃহস্পতি ও রোববার (১ ও ৪ জানুয়ারি) এ পরিমাণ টাকা জমা ও উত্তোলন হয়। জমা ও উত্তোলনের পর সম্মিলিত ইসলামি ব্যাংক থেকে নিট টাকা তোলা হয় ৬৩ কোটি ২৬ লাখ টাকা।

পাঁচ ব্যাংক থেকে অর্থ কীভাবে বের হয়ে গেছে, তা চিহ্নিত ও তাদের আইনের আওতায় আনতে খুব শিগগিরই ফরেনসিক অডিট চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন গভর্নর।

আর্থিক সংকটে জেরবার হওয়া শরিয়াহভিত্তিক এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূতকরণের করার সিদ্ধান্ত নেয় সরকার।

একীভূত করে নতুন একটি ব্যাংক গঠন করতে সরকারের অনুকূলে গত ১ ডিসেম্বর সম্মিলিত ইসলামি ব্যাংকের নামে চূড়ান্ত লাইসেন্স দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।

পূর্ণাঙ্গ রাষ্ট্রায়ত্ত এ ব্যাংকের মোট ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধনের মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা।

বুধবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংক সার্কুলার দিয়ে জানায়, ব্যাংক রেজ্যুলেশন স্কিম, ২০২৫ কার্যকর হয়েছে। পাঁচ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যাদের নামে মামলা রয়েছে, তারা ছাড়া অবশিষ্টরা সম্মিলিত ইসলামী ব্যাংকের জনবল হিসেবে কর্মরত থাকবেন।

এর মাধ্যমে একীভূত করার আনুষ্ঠানিকতা শেষ করে জানানো হয়, এসব ব্যাংকের আমানতকারীরা দ্রুত আমানত তুলতে পারবেন। পুরোনো আমানতের বিপরীতে সর্বোচ্চ ২০ শতাংশ ও নতুন আমানতের বিপরীতে সর্বোচ্চ ৮০ শতাংশ ঋণ নিতে পারবেন তারা।

পরের দিন বৃহস্পতিবার থেকে গ্রাহকদের টাকা তোলার সুযোগ দেয়া শুরু হয়।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, প্রথম দিকে সর্বোচ্চ ২ লাখ টাকা তোলার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। পরের তিন মাসে প্রতি মাসে সর্বোচ্চ ১ লাখ টাকা করে তুলতে পারবেন আমানতকারীরা।

সংবাদ সম্মেলনে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া বলেন, ‘আগামী ১৯ জানুয়ারি ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। আমরা স্মুথলি (বাধাহীন) চলছি। খুব শিগগরই আরও ২-৩ জন পরিচালক নিয়োগ দিয়ে পূর্ণাঙ্গ বোর্ড গঠন করা হবে। কয়েকটি শাখায় টাকা উঠানোর চেয়ে জমা হয়েছে বেশি। এটা আমাদের জন্য ভালো দিক।’

পাঁচ ব্যাংকের আইটি (প্রযুক্তি) এখনো সম্পূর্ণ ভিন্নভাবে চলছে। সবগুলো একটিতে রূপান্তর করে সমন্বিত সফ্‌টওয়্যার করার কাজটি খুব দ্রুত শেষ হবে বলে জানান আইয়ুব মিয়া। তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের আইটি টিএম এটি নিয়ে কাজ করছে। কাজ শেষে সব শাখায় একই সফ্‌টওয়্যার চলবে।’

বর্তমানে ১৬ হাজারের বেশি জনবল থাকা পাঁচ ব্যাংকে কোনো ব্যবস্থাপনা পরিচালক নেই। সম্মিলিত ইসলামি ব্যাংকের জন্য অল্প সময়ের মধ্যে একজন এমডি নিয়োগ দেয়ার কাজ চলছে বলে সংবাদ সম্মেলনে জানান চেয়ারম্যান।

আরও পড়ুন : শাহজালালের থার্ড টার্মিনাল চালু নিয়ে ‘দুঃসংবাদ’ দিলেন শেখ বশিরউদ্দীন

আহসান এইচ মনসুর বলেন, ‘বাংলাদেশ ব্যাংক কোনো তদন্ত কার্যক্রম চালাবে না। ফরেনসিক অডিটের মাধ্যমে দেখা হবে টাকাগুলো কোথায় গেল।’

মামলা ও অভিযোগ উঠা কর্মকর্তাদের বাদ দেয়া হবে জানিয়ে গভর্নর বলেন, ‘ফরেনসিক অডিটের প্রয়োজন আছে। দেখার বিষয় আছে...টাকা সরলো কোথায়। স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যেই এগিয়ে যেতে চাই। এখানেই আমাদের (বাংলাদেশ ব্যাংকের) জবাবদিহিতা।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়