Apan Desh | আপন দেশ

মন্ত্রণালয়ের সম্মতি ছাড়া তেলের দাম বৃদ্ধি, ব্যবস্থা নেবেন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২০, ৩ ডিসেম্বর ২০২৫

মন্ত্রণালয়ের সম্মতি ছাড়া তেলের দাম বৃদ্ধি, ব্যবস্থা নেবেন উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

ব্যবসায়ীরা তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো সম্মতি নেয়নি। মন্ত্রণালয়কে না জানিয়ে ভোজ্য তেলের দাম বৃদ্ধি করায় সরকার আইনসঙ্গত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বুধবার (০৩ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যবসায়ীদের থেকে সরকার বাজারের দামের চেয়ে ২০ টাকা কমে ভোজ্য তেল কিনেছে। তবে তারা বাজারে ২০ টাকা বাড়িয়ে বেশি দামে বিক্রি করছে। দাম বাড়ানোর যৌক্তিক কারণ থাকলে তা নিয়ে আলোচনা হতে পারে। অযৌক্তিক কোন বিষয় বাণিজ্য মন্ত্রণালয় মানবে না।

আরও পড়ুন<<>>স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন

এ বিষয়ে ব্যবসায়ীদের কাছে জানতে চাওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাবের) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়কে না জানিয়ে ভোজ্যতেলের দাম ৯ টাকা বৃদ্ধি-আইনের ব্যাতয়। ভোক্তা স্বার্থ এখানে লঙ্ঘিত হয়েছে। 

এখনও বাজার মনিটরিং ঠিকমতো হচ্ছে না বলে অভিযোগ করেন খ্যাব সভাপতি। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়