Apan Desh | আপন দেশ

অবশেষে সবজিতে স্বস্তি ফিরছে, কমেছে মুরগি-ডিমের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১১, ৩১ অক্টোবর ২০২৫

আপডেট: ১৪:৩৪, ৩১ অক্টোবর ২০২৫

অবশেষে সবজিতে স্বস্তি ফিরছে, কমেছে মুরগি-ডিমের দাম

ছবি : আপন দেশ

গত কয়েক মাস ধরেই বাজারে গিয়ে অস্বস্তিতে পড়তে হয়েছে। বিশেষ করে কাঁচাবাজারে লাগামহীন দ্রব্যমূল্য স্বল্প আয়ের মানুষের জন্য নাভিশ্বাসের কারণ হয়ে উঠেছিল। বিক্রেতাদের অজুহাতের শেষ ছিলনা। কখনও সরবরাহ ঘাটতি, কখনও বন্যা-বৃষ্টির অজুহাত দেখিয়ে বাড়তি দাম রাখতেন তারা। অবশেষে স্বস্তি ফিতছে সবজি বাজারে। একইসঙ্গে কমেছে ডিম ও মুরগির দামও 

প্রকৃতিতে এখন হেমন্ত কাল চলছে। শীতকাল আসতে বাকি আরও মাস দেড়েক, তবে এরই মধ্যে বাজারে শীতের আগাম কিছু সবজি আসতে শুরু করেছে। এতে সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে। যেসব সবজির দাম সপ্তাহখানেক আগেও ছিল ৮০ থেকে ১০০ টাকার মধ্যে, সেসব সবজির দাম প্রতি কেজিতে ৩০ থেকে ৪০ টাকা কমে গেছে। বিশেষ করে শীতকালীন সবজি শিম, ফুলকপি ও বাঁধাকপির দাম কমার কারণে অন্যান্য সবজির দামও কমছে।

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

এদিন রাজধানীর মুগদা বাজারে গিয়ে দেখা যায়, ২০০ টাকায় কেজি বিক্রি হওয়া শিম এখন ৬০ থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সপ্তাহ খানেক আগে ছোট আকারের প্রতি পিস ফুলকপি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হলেও এখন কেনা যাচ্ছে ৫০ টাকায়। তিন সপ্তাহ আগে বরবটি ও কাঁকরোল বিক্রি হয়েছে ৯০ থেকে ১০০ টাকায়। এখন কেজিতে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজিতে। ৭০ থেকে ৮০ টাকার ঢ্যাঁড়শ ও পটোলের দাম কমে নেমেছে ৪০ থেকে ৫০ টাকায়।

অন্যান্য সবজির মধ্যে ৩০ টাকা কমে করলা বিক্রি হচ্ছে ৭০ টাকা, ঝিঙা ৫০, মুলা ৩০ থেকে ৪০, কাঁচা পেঁপে ২৫, বেগুন ৬০ থেকে ৭০, টমেটো ৯০ থেকে ১০০ এবং প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা দরে। গত সপ্তাহে কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হয়েছিল ১৪০ থেকে ১৭০ টাকায়। তা কমে বিক্রি হয়েছে ১০০ থেকে ১৪০ টাকায়।

বাজার করতে আসা বেসরকারি চাকুরে শরীফুল ইসলাম বলেন, দুই-তিন মাস ধরে চড়া দামে সবজি কিনছি। এখন সবজির দাম কিছুটা কমা শুরু হয়েছে।

বিক্রেতা রফিকুল বলেন, শীতকালীন কিছু সবজির সরবরাহ বেশ বেড়েছে। এজন্য বাজার কমতির দিকে রয়েছে। পাইকারি বাজারেও দর কমতির দিকে। এ কারণে আমরাও কম দামে বিক্রি করছি।

আরও পড়ুন<<>>কাঁচাবাজারে স্বস্তি ফেরেনি, ডিম-তেলের দাম বাড়তি

এদিকে গত সপ্তাহের তুলনায় মুরগি ও ডিমের দাম কিছুটা কমেছে। কমলাপুর বাজারে ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়। সোনালি জাতের মুরগিও ১০ টাকা কমে প্রতি কেজি ২৫০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি হয়েছে। গত সপ্তাহে ফার্মের প্রতি ডজন ডিম বিক্রি হয় ১৪০ টাকা দরে। ডজনে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। মুরগি ও ডিমের দাম কমলেও স্থিতিশীল রয়েছে মাংসের দাম। বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায়।

মাছের বাজার আগের মতই রয়েছে। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বাজারে ইলিশ মাছের বিক্রি শুরু হয়েছে কয়েক দিন আগে। তবে দাম আগের মতোই চড়া। শাহজাহাপুর বাজারে ৩০০-৪০০ গ্রামের ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে। আর ৮০০ গ্রাম সাইজের ইলিশ ১৬০০ থেকে ২০০০ টাকা কেজি দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। বাজারে অন্যান্য মাছের দামও আগের কয়েক সপ্তাহের মতোই চড়া।

পেঁয়াজের দাম আগের মতই রয়েছে। দেশি পেঁয়াজেই চলছে বাজার। ভালো মানের প্রতি কেজি পেঁয়াজ কেনা যাচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। দেশি রসুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৪০ টাকা দরে। এছাড়া মুদি পণ্য রয়েছে আগের দামেই। দেশি মসুর ডালের দাম আগের মতো ১৫০ থেকে ১৫৫ টাকায় বিক্রি হলেও আমদানি করা মসুর ডালের দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০৫ টাকায়। চিনির বাজারেও কিছুটা ভালো খবর রয়েছে। প্রতি কেজি চিনি কেনা যাচ্ছে ১০৫ থেকে ১১৫ টাকা দরে। তবে ভোজ্যতেলের দাম অপরিবর্তিত রয়েছে।

চালের বাজার খুচরা দাম একই রয়েছে। যদিও সপ্তাহের ব্যবধানে পাইকারিতে মঞ্জুর, সাগর, ডায়মন্ড ও আনোয়ার—এ চার ব্র্যান্ডের মিনিকেট চালের দাম কেজিতে এক-দেড় টাকা বেড়েছে। তবে খুচরা বিক্রেতারা আগের দামেই অর্থাৎ ৮০-৮২ টাকা কেজি এসব চাল বিক্রি করছেন। এ ছাড়া নাজির, পাইজাম প্রভৃতি চালের দাম আগের মতো রয়েছে।

এদিকে খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়েনি। তবে ডিলার পর্যায়ে দাম কিছুটা বেড়েছে। এতে বিক্রেতাদের কমিশনের পরিমাণ কমেছে। সপ্তাহ দুই আগে খুচরা বিক্রেতারা ডিলারের কাছ থেকে ৫ লিটারের এক বোতল সয়াবিন তেল কিনতেন ৮৯০-৮৯৫ টাকায়; বিক্রি করতেন ৯১৫-৯২০ টাকায়। এখন সেটি ৯০০-৯১০ টাকায় কিনে আগের দামে বিক্রি করছেন। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহও কিছুটা কম রয়েছে। অর্থাৎ কোম্পানিগুলো অথবা ডিলাররা বাজারে কম পরিমাণে তেল সরবরাহ করছেন। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়