Apan Desh | আপন দেশ

নগদের সাবেক এমডি মিশুকসহ ১৩ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪১, ২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২১:৩৪, ২ সেপ্টেম্বর ২০২৫

নগদের সাবেক এমডি মিশুকসহ ১৩ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংগৃহীত ছবি

মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুক। তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ ব্যবসায়িক সহযোগীসহ মোট ১৩ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। এসব হিসাব থেকে কোনো টাকা তোলা বা স্থানান্তর করা যাবে না। তবে টাকা জমা দেয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।

আরও পড়ুন>>>ভাঙা আস্থা জোড়া লাগবে, নাকি বাড়বে সংকট?

মোবাইল ফিন্যান্সিয়াল সেবাদাতা প্রতিষ্ঠান নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুক ও তার পরিবারের সদস্যসহ ১৩ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এসব ব্যক্তির লেনদেনসহ যাবতীয় তথ্যের মধ্যে হিসাব খোলার ফরম, লেনদেন বিবরণী ও কেওয়াইসি পাঠাতে বলা হয়েছে। এসব ব্যাংক হিসাব থেকে কোনো প্রকার অর্থ উত্তোলন বা স্থানান্তর করা যাবে না। তবে, অর্থ প্রবেশ করার উপর কোনো নিষেধাজ্ঞা থাকবে না। মঙ্গলবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে ব্যাংক হিসাব অবরুদ্ধ করতে চিঠি দিয়েছে।

বিএফআইইউয়ের চিঠি অনুযায়ী, ব্যাংক হিসাব অবরুদ্ধের তালিকায় রয়েছেন তানভীর মিশুকের বাবা মো. ওবায়েদুল্ল্যাহ পনির, মা নাহিদ আক্তার। এ ছাড়ও নগদের সাথে ব্যবসায়ীক সম্পর্ক থাকা সাদাফ রোকসানা, রোকসানা কাশেম টুম্পা, মো. সাফায়েত আলম, মো. তাওফিকুর রহমান, মারুফুল ইসলাম ঝলক, মোহাম্মদ আমিনুল হক, ফকির বেদার উদ্দিন আহমেদ, তৈফুর রহমান, মুশফিকুর রহমান ফকির ও তারেক হাসান সরদার।

গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এক অনুষ্ঠানে নগদ এর উদ্যোক্তা ও বিনিয়োগকারি কারা সে প্রশ্নটি তুলেছিলেন। এর সপ্তাহখানেক পরেই নগদ সংশ্লিষ্ঠদের ব্যাংক হিসাব স্থগিত করলো দেশের একমাত্র আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়