Apan Desh | আপন দেশ

বিশ্ববাজারে কমছে সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৫, ২৩ আগস্ট ২০২৫

বিশ্ববাজারে কমছে সোনার দাম

ফাইল ছবি

বিশ্ববাজারে সোনার উজ্জ্বলতা কিছুটা ম্লান হয়ে এসেছে। এর কারণ মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান।

শুক্রবার (২২ আগস্ট) সকালে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ৩ হাজার ৩২৯.১৯ ডলারে নেমে আসে। যা আগের দিনের চেয়ে ০.৩ শতাংশ কম। একই সময়ে ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন ফিউচার্সও একই হারে কমে ৩ হাজার ৩৭২.১০ ডলারে দাঁড়িয়েছে।

মূলত, ডলার শক্তিশালী হলে সোনা বিদেশি ক্রেতাদের কাছে কম আকর্ষণীয় হয়ে ওঠে। ডলার সূচক বর্তমানে দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। অর্থাৎ, ডলারের চাহিদা বাড়ায় এর মূল্য বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন>>>সিটি ব্যাংক এমডি মুজিববাদী মাসরুর আরেফিন এখন ব্যাংকখাতের ভয়

অন্যদিকে, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক (ফেড)-এর কর্মকর্তারা এখনও সুদের হার কমানোর ব্যাপারে দ্বিধান্বিত। তবে বাজার বিশ্লেষকরা মনে করছেন, যদি ফেড প্রধান জেরোম পাউয়েলের বক্তব্যে সুদের হার কমানোর ইঙ্গিত মেলে, তাহলে ডলার দুর্বল হতে পারে, সোনার দাম আবারও বাড়তে পারে। সিএমই’র ফেডওয়াচ টুল অনুযায়ী, আগামী মাসে সুদের হার এক চতুর্থাংশ পয়েন্ট কমার সম্ভাবনা প্রায় ৭৫ শতাংশ।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার বেড়েছে। যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগের সপ্তাহেও বেকার ভাতার আবেদন চার বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। এটি ফেডের জন্য একটি বড় চ্যালেঞ্জ, কারণ একদিকে যেমন শ্রমবাজার দুর্বল হচ্ছে, অন্যদিকে মুদ্রাস্ফীতি এখনও ২ শতাংশ লক্ষ্যমাত্রার ওপরে রয়েছে। এর ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে শান্তি চুক্তির প্রেক্ষাপটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, ইউক্রেনকে পুরো দনবাস অঞ্চল ছাড়তে হবে, ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে, নিরপেক্ষ থাকতে হবে, দেশ থেকে পশ্চিমা সেনাদের দূরে রাখতে হবে।

শুক্রবার স্পট সিলভার ০.৪ শতাংশ কমে দাঁড়ায় প্রতি আউন্সে ৩৮.০১ ডলারে। প্লাটিনাম ০.৬ শতাংশ কমে ১ হাজার ৩৪৫.০৬ ডলারে নেমেছে। তবে প্যালাডিয়াম ০.২ শতাংশ বেড়ে ১ হাজার ১১৩.১৯ ডলারে লেনদেন হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়