Apan Desh | আপন দেশ

‘টাকা ছাপিয়ে অর্থনীতি চালানো স্থায়ী সমাধান নয়’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৮, ১৩ আগস্ট ২০২৫

‘টাকা ছাপিয়ে অর্থনীতি চালানো স্থায়ী সমাধান নয়’

আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিনিয়োগই অর্থনীতিকে এগিয়ে নেয়ার একমাত্র টেকসই সমাধান। ঋণ নেয়া বা টাকা ছাপিয়ে অর্থনীতি চালানো স্থায়ী সমাধান নয়। দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য একটি শক্তিশালী পুঁজিবাজারের কোনো বিকল্প নেই।

বুধবার (১৩ আগস্ট) ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড আয়োজিত ‘বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপট: বিকাশ ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, দেশের অর্থনীতিকে টেকসই ও উচ্চপর্যায়ে নিয়ে যেতে হলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে। পাশাপাশি পুঁজিবাজারকেও শক্তিশালী করা অপরিহার্য। ঋণ বা টাকা ছাপিয়ে অর্থনীতি চালানো সম্ভব নয়।

তিনি বলেন, নির্বাচনের খবর দেশ-বিদেশে ছড়িয়ে পড়ায় উদ্যোক্তারা নতুন প্রস্তুতি নিচ্ছেন। দেশি উদ্যোক্তার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও আগ্রহী হয়ে উঠেছেন। এর প্রমাণ হিসেবে বাংলাদেশে বিনিয়োগের উদ্দেশ্যে জাপান থেকে আসা একটি প্রতিনিধি দলের কথা উল্লেখ করেন বিএনপির শীর্ষ এ নেতা।

আরওপড়ুন<<>>বাংলাদেশি পাটপণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা

আমীর খসরু বলেন, বাংলাদেশের যে অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগাতে বিদেশি বিনিয়োগ অত্যন্ত জরুরি। আমাদের বিনিয়োগকারীদের পণ্য ব্র্যান্ডিং করতে হবে। তাদের প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহায়তা দিতে হবে। তাদের পণ্য সরাসরি বিশ্ববাজারে পৌঁছে দেয়ার ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, সামাজিক খাত ও অবকাঠামো উন্নয়নে সরকারি ব্যয় বাড়ানোর পাশাপাশি বিদেশি মূলধন প্রবাহ অর্থনীতিতে নতুন গতি আনবে। আগামী দিনের বাংলাদেশের জন্য বিনিয়োগ ও পুঁজিবাজারকে উচ্চপর্যায়ে নিয়ে যেতে হবে।

সম্মেলনে বিভিন্ন দেশের বিনিয়োগকারী, ব্যবসায়ী প্রতিনিধি, পুঁজিবাজার বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ড. এম মাসরুর রিয়াজ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. সাইফউদ্দিন, কনটেক্সচুয়াল ইনভেস্টমেন্ট এলএলসির ব্যবস্থাপনা পরিচালক তাকাও হিরোসে এবং এশিয়া ফ্রন্টিয়ার ইনভেস্টমেন্টস লিমিটেডের ফান্ড ম্যানেজার রুচির দেশাই।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়