
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ
নতুন অর্থবছরে মহার্ঘ ভাতা ঘোষণা হবে, তবে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৩ মে) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
আরওপড়ুন<<>>‘এনবিআর দুই ভাগ করার প্রক্রিয়া ঠিক হয়নি’
অর্থ উপদেষ্টা বলেন, আগামী ২০২৫-২৬ নতুন অর্থবছরে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে কিছুটা সময় লাগবে।
মহার্ঘ ভাতা দেয়ার জন্য বাজেটে বরাদ্দ রাখা হবে বলেও জানান ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, কত শতাংশ মহার্ঘভাতা দেয়া হবে তা পরে জানানো হবে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।