
ছবি: আপন দেশ
সর্বজনীন পেনশন স্কিমগুলোর রেজিস্ট্রেশন ও চাঁদার টাকা সংগ্রহের লক্ষ্যে ন্যাশনাল ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৫ মে) সচিবালয়ে অর্থ বিভাগের সভাকক্ষে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়।
আরওপড়ুন<<>>‘এনবিআর দুই ভাগ করার প্রক্রিয়া ঠিক হয়নি’
এ পর্যন্ত ২৪টি ব্যাংকের সঙ্গে এ এমওইউ স্বাক্ষর করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ৷
ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ইমরান আহমেদ এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের পক্ষে নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দীন খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।