Apan Desh | আপন দেশ

দুর্নীতির অভিযোগ

দুদকের জালে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৭, ২৮ নভেম্বর ২০২৫

দুদকের জালে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ

ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পরিচালক ঈশিতা রনির সই করা কমিশনের এ সংক্রান্ত আদেশ দুদক মহাপরিচালকের (তদন্ত-১) কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদকের চিঠিতে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও ঘুস গ্রহণের অভিযোগ উঠেছে। 

আরও পড়ুন<<>>কামালকে দিয়েই শুরু হবে প্রত্যর্পণ : প্রেস সচিব 

জানা যায়, এ বছরের ফেব্রুয়ারিতে ডিএনসিসির প্রশাসক হিসাবে দায়িত্ব নেন মোহাম্মদ এজাজ। সেসময় তাকে নিয়োগ দিতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দেয়া ডিও লেটার নিয়েও নানা ধরনের আলোচনা হয়। মোটা টাকা উৎকোচ দিয়ে তিনি এ পদ বাগিয়ে নেন বলে অভিযোগ ওঠে। নিয়োগ পাওয়ার পর গাবতলী গরুর হাটের ইজারা নিয়েও বিতর্কিত হন এজাজ। এছাড়া সিটি করপোরেশনের বিভিন্ন ধরনের কাজে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে।

এছাড়া সিটি করপোরেশনের প্রশাসক পদে নিয়োগের পর এজাজের বিরুদ্ধে নিষিদ্ধ উগ্রপন্থি সংগঠন হিজবুত তাহরীরের সঙ্গে জড়িত থাকার পুরোনো অভিযোগ সামনে আসে। যদিও এসব অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে তখন তার পক্ষে বিবৃতি দেয়া হয়। তখন বলা হয়, মোহাম্মদ এজাজ একজন পরিবেশবাদী, লেখক ও বুদ্ধিজীবী হিসাবে ১৬ বছর ধরে স্বৈরাচারের বিরোধিতা, জলাধার দখল ও পানির বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন। আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্যতা, পানির অধিকার ও নদীনির্ভর মানুষের জীবিকার পক্ষে তার অবস্থান বিভিন্ন প্রভাবশালী মহলের স্বার্থে আঘাত করেছে। এ অভিযোগগুলো মূলত তাদের পক্ষ থেকে এসেছে, যারা আগের শাসনামলে মানবাধিকার লঙ্ঘন ও পরিবেশ ধ্বংসের জন্য দায়ী এবং যাদের বিরুদ্ধে মোহাম্মদ এজাজ সরব থেকেছেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়