
ফাইল ছবি
জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি আসম ফিরোজ, তার স্ত্রী এবং ছেলের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলাগুলো করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক তানভীর আহমদ বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই আসম ফিরোজ গ্রেফতার হয়ে জেল হাজতে আছেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, সরকারি উচ্চপদে দায়িত্ব পালনকালীন সময় আসম ফিরোজ জ্ঞাত আয়ের বাইরে ৩ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৪৮৪ টাকার সম্পদ অর্জন করেছেন। তিনি এসব স্থাবর ও অস্থাবর সম্পদ নিজের দখলে রেখে ভোগ করেছেন। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
দুদকের অনুসন্ধান অনুযায়ী, আসম ফিরোজের মোট বৈধ আয় ছিল ১৪ কোটি ৫৬ লাখ টাকা, পারিবারিক ও অন্যান্য ব্যয় ছিল ৫ কোটি ৯০ লাখ টাকা। বৈধ সঞ্চয় দাঁড়ায় ৮ কোটি ৬৬ লাখ টাকা। কিন্তু তার দখলে থাকা সম্পদের পরিমাণ ১১ কোটি ৯৫ লাখ টাকা। ফলে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ ৩ কোটি ২৯ লাখ টাকা, যার বৈধ কোনো উৎস তিনি দেখাতে পারেননি।
দুদকের আরেক মামলায় আসম ফিরোজের স্ত্রী দেলোয়ারা সুলতানার বিরুদ্ধে ১ কোটি ১ লাখ ১ হাজার ৬৫৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন<<>>হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা
দুদকের অনুসন্ধান অনুযায়ী তার বৈধ আয় ছিল ৬৮ লাখ ১১ হাজার টাকা, ব্যয় ছিল ১৮ লাখ টাকা এবং বৈধ সঞ্চয় দাঁড়ায় ৫০ লাখ টাকা। অথচ তার নামে থাকা সম্পদের পরিমাণ ১ কোটি ৫১ লাখ টাকা। এ অতিরিক্ত সম্পদের সুনির্দিষ্ট উৎস তিনি দেখাতে ব্যর্থ হয়েছে বলে দুদকের অনুসন্ধানে উল্লখ করা হয়।
আসম ফিরোজের বড় ছেলে রায়হান শাকিবের বিরুদ্ধেও জ্ঞাত আয়ের বাইরে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। দুদকের তথ্যমতে, রায়হান শাকিবের বৈধ আয় ছিল ৪ কোটি ৪৫ লাখ টাকা এবং ব্যয় ছিল ১ কোটি ৭৫ লাখ টাকা। বৈধ সঞ্চয় দাঁড়ায় ২ কোটি ৭০ লাখ টাকা। অথচ তার মালিকানাধীন সম্পদের পরিমাণ ৬ কোটি ৯১ লাখ টাকা। বৈধ আয়ের তুলনায় অতিরিক্ত ৪ কোটি ২১ লাখ টাকার সম্পদের কোনও যৌক্তিক কোন উৎস খুজে পায়নি দুদক।
পটুয়াখালী দুদক জানায়, দীর্ঘ অনুসন্ধান শেষে যথেষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে এ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।