Apan Desh | আপন দেশ

হ্যাঁ মানে আজাদী, না মানে গোলামী: জামায়াত আমীর

চুয়াডাঙ্গায় প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৮, ২৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৫৯, ২৬ জানুয়ারি ২০২৬

হ্যাঁ মানে আজাদী, না মানে গোলামী: জামায়াত আমীর

ছবি: আপন দেশ

আসন্ন নির্বাচনে জনগণকে একদিনে দুটি ভোট দিতে হবে। একটি ভোট হবে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট, আরেকটি ভোট হবে পরিবর্তিত বাংলাদেশের পক্ষে। 'হ্যাঁ মানে আজাদী, আর না মানে গোলামী।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে ১১ দলীয় জোটের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, হ্যাঁ ভোটে জয়ী হলে বাংলাদেশ জয়ী হবে। ফ্যাসিবাদ আর ফিরে আসবে না, চাঁদাবাজির চিরতরে কবর রচিত হবে। আর হ্যাঁ ভোটে পরাজয় মানে দেশের পরাজয়। 

আরও পড়ুন<<>>নারী কর্মীদের হেনস্তা, ইসিতে জামায়াতের অভিযোগ

জামায়াতের আমীর বলেন, তারা তিনটি বিষয় যেকোনো মূল্যে নিশ্চিত করতে চান। প্রথমত- দুর্নীতিমুক্ত সমাজ। তিনি সবাইকে নিজে দুর্নীতি না করার এবং কোনো দুর্নীতিবাজকে আশ্রয় না দেয়ার অঙ্গীকার করতে বলেন। দ্বিতীয়ত- ধর্ম, বর্ণ, লিঙ্গ ও শ্রেণি নির্বিশেষে সবার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা। তিনি বলেন, অপরাধী যদি একজন সাধারণ কৃষক হন কিংবা রাষ্ট্রপতি হন- আইনের চোখে সবাই সমান হবে। তৃতীয়ত- একটি বদলে যাওয়া বাংলাদেশ গড়া, যা জনগণের প্রত্যাশা পূরণ করবে।

তিনি বলেন, যারা পুরোনো ও পচা রাজনীতি থেকে দেশকে বের করে আনতে চান, তারাই ‘হ্যাঁ’ ভোট দেবেন। চুয়াডাঙ্গার প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোটারদের বোঝানোর আহবান জানান তিনি।

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামানের সঞ্চালনায় এবং চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর মো. রুহুল আমিনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

একীভূতকরণ হচ্ছে বিডা-বেজা-বেপজাসহ ৬ প্রতিষ্ঠান জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি হ্যাঁ মানে আজাদী, না মানে গোলামী: জামায়াত আমীর চট্টগ্রাম বন্দর পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল আ.লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি: সালাহউদ্দিন আহমেদ ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু ফিলিপাইনে ফেরি ডুবে নিহত ১৫, বহু নিখোঁজ বিসিবি নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে: আমিনুল ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি পাকিস্তানে সতর্কতা জারি বাবার জন্মদিনে মির্জা ফখরুলকন্যার আবেগঘন পোস্ট