ছবি: আপন দেশ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে মোহাম্মদ সোহেল (৩৬) নামে এক যুবক। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার চরকাঁকড়ার পেশকারহাট রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলী আহম্মদ সারেং বাড়ির আলী আহম্মদের ছেলে। তিনি ওই ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
আরও পড়ুন<<>>কৃষিজ প্রকল্প থেকে পর্যটন কেন্দ্র
স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল এক বছর আগে কাতার থেকে দেশে ফিরেন। সোমবার দুপুরের দিকে শ্বশুর বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার বলেন, বিষয়টি কেউ পুলিশকে অবহিত করেনি। তবে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































