Apan Desh | আপন দেশ

কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক যুবদল নেতার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৪, ২৬ জানুয়ারি ২০২৬

কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক যুবদল নেতার মৃত্যু

ছবি: আপন দেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে মোহাম্মদ সোহেল (৩৬) নামে এক যুবক। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার চরকাঁকড়ার পেশকারহাট রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলী আহম্মদ সারেং বাড়ির আলী আহম্মদের ছেলে। তিনি ওই ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।  

আরও পড়ুন<<>>কৃষিজ প্রকল্প থেকে পর্যটন কেন্দ্র 

স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল এক বছর আগে কাতার থেকে দেশে ফিরেন। সোমবার দুপুরের দিকে শ্বশুর বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার বলেন, বিষয়টি কেউ পুলিশকে অবহিত করেনি। তবে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

একীভূতকরণ হচ্ছে বিডা-বেজা-বেপজাসহ ৬ প্রতিষ্ঠান জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি হ্যাঁ মানে আজাদী, না মানে গোলামী: জামায়াত আমীর চট্টগ্রাম বন্দর পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল আ.লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি: সালাহউদ্দিন আহমেদ ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু ফিলিপাইনে ফেরি ডুবে নিহত ১৫, বহু নিখোঁজ বিসিবি নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে: আমিনুল ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি পাকিস্তানে সতর্কতা জারি বাবার জন্মদিনে মির্জা ফখরুলকন্যার আবেগঘন পোস্ট