Apan Desh | আপন দেশ

স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৫, ১৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৩:১৬, ১৮ জানুয়ারি ২০২৬

স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

প্রতীকী ছবি

চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের ১৪ নম্বর রোড সংলগ্ন গ্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সালমা আক্তার (৩৮)। তিনি ওই এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের স্ত্রী।

পুলিশ জানিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে সকালে জসিম উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে ছুরিকাঘাত করেন।

ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সালমা আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন মামুন জানান, ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্ত স্বামীকে আটক করে গণপিটুনি দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসা শেষে তাকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

আরও পড়ুন <<>> জেপির ছয় শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ওসি নুর হোসেন মামুন আরও জানান, অভিযুক্ত জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চমেক পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, নিহত নারীর মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়