Apan Desh | আপন দেশ

জেপির ছয় শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান  

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১:২৫, ১৮ জানুয়ারি ২০২৬

জেপির ছয় শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান  

ছবি : আপন দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক দলগুলোর তৎপরতা। তারই ধারাবাহিকতায় জাতীয় পার্টির (জেপি) পিরোজপুর সদর উপজেলার সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ছয় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

শনিবার (১৭ জানুয়ারি) রাত ৮টায় ভান্ডারিয়ার চড়খালী বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগ দেন।

বিএনপিতে যোগ দেয়া নেতারা হলেন- জাতীয় পার্টি (জেপি) ভান্ডারিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুর ইসলাম উজ্জ্বল তালুকদার, বর্তমান সাধারণ সম্পাদক ও সাবেক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার জমাদ্দার ও সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল হক রেজভী জোমাদ্দার, উপজেলা জাতীয় পার্টি জেপির সহ সভাপতি মো. শফিকুল আলম খোকন শিকদার, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল কবির বাবুল তালুকদার, কায়সারুল ইসলাম মালকার, সহ সাধারণ সম্পাদক আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, মো. মনির সরদার, মহিলা বিষয়ক সম্পাদিকা ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের ছয় শতাধিক নেতাকর্মী।

আরও পড়ুন<<>>ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি: সালাউদ্দিন টুকু

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) সাবেক এমপি অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, পিরোজপুর-২ আসনে বিএনপির প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন, সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান, পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. রফিকুল কবির লাবু। এছাড়া আরও উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক খাঁন নজরুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু প্রমুখ।

বিএনপিতে যোগ দেয়া জেপি নেতা আতিকুর ইসলাম উজ্জ্বল তালুকদার বলেন, তারেক রহমানের একত্রিশ দফার ওপরে বিশ্বাস ও আস্থা রেখে আমরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছি‌।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, জাতীয় পার্টি থেকে বিএনপির প্রতি আস্থা রেখে তারা এ দলে কাজ করার ইচ্ছা পোষণ করেছেন। আমরা তাদেরকে অভিনন্দন জানিয়েছি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়