Apan Desh | আপন দেশ

৮ ডিগ্রি তাপমাত্রা নাজেহাল পঞ্চগড়বাসী 

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৮, ১৪ জানুয়ারি ২০২৬

৮ ডিগ্রি তাপমাত্রা নাজেহাল পঞ্চগড়বাসী 

ছবি : আপন দেশ

পৌষের শেষ দিনে মাঘের শীত জেঁকে বসেছে হিমপ্রবণ জেলা পঞ্চগড়ে। টানা শৈত্যপ্রবাহে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ। দিনভর বইছে হিমেল বাতাস। তবে সকালে সূর্যের দেখা মিলছে বলে কিছুটা স্বস্তি পাচ্ছে এ অঞ্চলের বাসিন্দারা। 

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

একদিন আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় রেকর্ড হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (১২ জানুয়ারি) তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রিতে। আর শুক্রবার (০৯ জানুয়ারি) এ মৌসুমের সর্বনিম্ন ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। অর্থাৎ টানা এক সপ্তাহ ধরে ৮ ডিগ্রির আশেপাশে ঘুরপাক খাচ্ছে পঞ্চগড়ের তাপমাত্রার পারদ।

এর মাঝেও থেমে নেই সাধারণ মানুষ। জীবিকার তাড়নায় নদীর ঠান্ডা পানিতে পাথর উত্তোলন করছেন স্থানীয়রা। কৃষি কাজেও বের হচ্ছে খেটে খাওয়া মানুষ।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শীত থেকে বাঁচতে ভোর-সকাল ও রাতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছে স্থানীয়রা। পেটের তাগিদে তীব্র শীত উপেক্ষা করেই কাজে বের হতে হচ্ছে পাথর ও চা শ্রমিকদের।

হানিফ আলী, হোসেন আলী ও আব্দুল আজিজসহ কয়েকজন স্থানীয়রা জানান, এ অঞ্চলের শীতের মাত্রা অনেক বেশি। তার মধ্যে পৌষ আর মাঘ মাসের ঠান্ডায় আমাদের নাজেহাল অবস্থা।

তারা আরও জানায়, পৌষের শেষভাবে হাড়কাঁপানো ঠান্ডায় হাত-পা কুকরে যায়। শরীর অবশ হয়ে আসে। রাতে টিনের চালে বৃষ্টির মতো শিশির পড়ার শব্দ শোনা যায়। কিন্তু কাজ না করলে পরিবার চলবে না, তাই বাধ্য হয়েই কাজে বের হতে হয়েছে।

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে জেলায় বাড়ছে শীতজনিত রোগ। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে সর্দি, জ্বর, কাঁশি, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে।

রোগীদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। চিকিৎসকরা সুস্থ থাকতে পর্যাপ্ত গরম কাপড় পরা এবং ঠান্ডা থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন।

পঞ্চগড়ের প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, জেলায় তাপমাত্রা কয়েকদিন ধরেই উঠানামা করছে। বুধবার সকাল ৯টায় তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

তিনি আরও জানান, এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ৯দিন ধরে ৮ ডিগ্রির আশেপাশে ঘুরপাক খাচ্ছে তাপমাত্রার পারদ। এ পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

আপন দেশ/এসএস/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়