ছবি: আপন দেশ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ৫ ইটভাটায় অভিযান চালিয়ে ২৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।
বুধবার (০৭ জানুয়ারি) গাইবান্ধা পরিবেশ অধিদফতরের জেলা কার্যালয়ের উদ্যোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আরও পড়ুন<<>>গাইবান্ধায় শ্রমিক ছাড়াই চলছে কাবিখা প্রকল্প
এসময় মেসার্স এম.এ ব্রিকস,মেসার্স এ জেড বি ব্রিকস,এস আই বি ব্রিকস,মেসার্স সরকার ব্রিকস ও মেসার্স আনোয়ারা ব্রিকস নামক ৫ ইটভাটায় মোট ২৩ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ইটভাটার যাবতীয় কার্যক্রম বন্ধেরও নির্দেশ দেয়া হয়েছে।
উক্ত মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদফতরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদফতর গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শের আলম।
এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতর, রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. রুনায়েত আমিন রেজা,পরিবেশ অধিদফতর,গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক উত্তম কুমার, রংপুর বিভাগীয় ও গাইবান্ধা জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ভ্রাম্যমাণ আদালত অভিযানে সার্বিক সহযোগিতা ছিলেন,পুলিশ বাহিনী, র্যাব বাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক উত্তম কুমার জানান,বায়ুদূষণ নিয়ন্ত্রণে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































