Apan Desh | আপন দেশ

ঋণের দায়ে আত্মহত্যা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০০, ৬ জানুয়ারি ২০২৬

ঋণের দায়ে আত্মহত্যা

গৌরাঙ্গ দাস। ছবি সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ঋণের দায়ে আত্মহত্যা করেছেন গৌরাঙ্গ দাস (৫৫) নামের এক ব্যক্তি। তিনি পেশায় রিকশা চালক ছিলেন।

স্থানীয়রা জানায়, উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের নন্দীর গ্রামের বাসিন্দা  গৌরাঙ্গ দাস। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এনজিও এবং ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে চরম অর্থকষ্টে ভোগ করে আসছিলেন। প্রতিদিনের চাপ, কিস্তি পরিশোধের জ্বালা আর অর্থসংকটে হতাশ হয়ে নিরুপায় হয়ে শেষ পর্যন্ত সোমবার (০৫ জানুয়ারি) সন্ধ্যায় নিজ বাড়ির একটি গাছের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

নিহত গৌরাঙ্গ তিন সন্তানের জনক ছিলেন। 

এ ঘটনায় এলাকায় ঋণগ্রস্ত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পৃথিমপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, স্থানীয় এলাকাবাসী ধারনা করেন গৌরাঙ্গ প্রতিদিনের কিস্তির অর্থকষ্টের জ্বালা আর অর্থসংকটে চারিদিকে হতাশায় নিমজ্জিত হয়ে আত্মহত্যা করেন৷

কুলাউড়া থানা ওসি মোঃ মনিরুজ্জামান মোল্লাআপন দেশএবি খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়