Apan Desh | আপন দেশ

নোয়াখালীতে মারধরে ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪০, ২৭ নভেম্বর ২০২৫

নোয়াখালীতে মারধরে ব্যবসায়ীর মৃত্যু

ছবি: আপন দেশ

নোয়াখালীর সোনাইমুড়ীতে দেনা-পাওনা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনের মারধরে আহত আব্দুর রহীম (৫৭) নামে এক ব্যবসায়ীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।  

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে, বুধবার(২৬ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার আমিশা পাড়া ইউনিয়নের আমিশা পাড়া বাজারে ওই ব্যবসায়ীকে মারধরের ঘটনা ঘটে। 

নিহত আব্দুর রহিম (৫৭) পাশ্ববর্তী লক্ষীপুর জেলার পার্বতীপুর গ্রামের মোহাম্মদ উল্যার ছেলে এবং সোনাইমুড়ী আমিশাপাড়া বাজারের মিথিলা বেকারীরর মালিক। 

আরও পড়ুন<<>>হাতিয়াতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-২২

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার আমিশাপাড়া বাজারের মিথিলা বেকারীর মালিক আব্দুর রহিমকে (৫৭) টাকা দেন-পাওনাকে কেন্দ্র করে আমিশাপাড়া বাজারে মারধর করে প্রতিপক্ষের লোকজন। এতে আব্দুর রহিম অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে চাটখিল সেন্টাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  

সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন চক্রবর্তী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় কেউ এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

অপর এক প্রশ্নের জবাবে এসআই মিঠুন চক্রবর্তী স্থানীয়দের বরাত দিয়ে বলেন, নিহত ব্যবসায়ী লক্ষীপুর জেলার বাসিন্দা। দেনা-পাওনা নিয়ে প্রতিপক্ষের লোকজন তাকে মারধর করে। এতে প্রথমে তিনি চাটখিল সেন্টাল হসপিটালে প্রাথমিক চিকিৎসা নেন। বুধবার দিবাগত রাতে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা যান।  
আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়