Apan Desh | আপন দেশ

শিবিরের অর্ধশতাধিক নেতাকর্মীর ছাত্রদলে যোগদান 

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৩, ২৫ নভেম্বর ২০২৫

শিবিরের অর্ধশতাধিক নেতাকর্মীর ছাত্রদলে যোগদান 

ছবি : আপন দেশ

খাগড়াছড়ি জেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি মো. রুবেলের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন। খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও দলের মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার হাতে ফুলের তোড়া দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

এ সময় জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান ও সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশ উপস্থিত ছিলেন। 

ছাত্রদলে যোগদানকারী মো. রুবেল বলেন, জামায়াত-শিবিরের কিছু বিষয়ে প্রশ্ন তৈরি হওয়ায় তিনি সংগঠন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি আরও বলেন, জীবনের অনেক সময় ভুল পথে ব্যয় করেছি। এখন ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে চাই এবং সবাইকে বিএনপির পক্ষে কাজ করার আহবান জানাই।

আরও পড়ুন<<>>মৌসুম শুরুর আগেই উত্তরে শীতের দাপট

খাগড়াছড়ি জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুস সাত্তার জানান, মো. রুবেলের ছাত্রদলে যোগদান নিয়ে ছাত্রশিবিরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে গত বছরের নভেম্বরে মো. রুবেলকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল। এখন তিনি কোথায় যোগ দেবেন, তা তার নিজস্ব বিষয়।

ওয়াদুদ ভূঁইয়া নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, এর মধ্য দিয়ে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের শুভ বুদ্ধি উদয় হয়েছে। ছাত্রদল দেশের সবচেয়ে সংগঠিত, নীতি-আদর্শে অটল এবং শিক্ষার্থীবান্ধব সংগঠন। সত্য ও গণতন্ত্রের প্রতি যারা বিশ্বাসী, তারা আজ ছাত্রদলের পতাকাতলে জড়ো হচ্ছেন। 

তিনি আরও বলেন, খাগড়াছড়িতে ছাত্রশিবিরের নেতাকর্মীদের ছাত্রদলে যোগদান নতুন বার্তা বহন করবে। দেরিতে হলেও তারা সঠিক জায়গায় এসেছে এবং নবাগতরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, মো. রুবেল ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মে পর্যন্ত খাগড়াছড়ি জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ছিলেন। এর আগে ২২ নভেম্বর রাতে জেলার গুইমারা উপজেলায় জামায়াত ও ছাত্রশিবিরের ১৯ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়