Apan Desh | আপন দেশ

মৌসুম শুরুর আগেই উত্তরে শীতের দাপট

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৯, ২৫ নভেম্বর ২০২৫

মৌসুম শুরুর আগেই উত্তরে শীতের দাপট

ছবি : আপন দেশ

অগ্রহায়নের প্রথম দশকের শেষ দিন আজ। ঋতুতে হেমন্তকাল শেষ হতে আরও কুড়ি দিন বাকি। এরম্যেধই দেশের উত্তর জনপদে দাপট দেখাতে শুরু করেছে শীত। বিশেষ সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে এ জেলায় তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রির ঘরে।

হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ায় বরাবরই বরাবরই জেলার তেঁতুলিয়ায় শীতের প্রকোপ একটু বেশি হয়ে থাকে। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১২-১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত বইছে উত্তরীয় হিমেল বাতাস।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৭৯ শতাংশ ছিল।

ভোরে ঘুরে দেখা যায়, হালকা কুয়াশার চাদরে জড়িয়েছে প্রকৃতি। কুয়াশায় ঝরা শিশিরে ঠান্ডা অনুভূত হচ্ছে। সন্ধ্যা নামতেই বাড়তে থাকে শীতের আবহ। তাই শীতের পোশাকের চাহিদা বাড়ছে জেলায়।

স্থানীয়রা জানান, উত্তরের এ জেলায় সাধারণত নভেম্বরের শুরু থেকে বাড়তে থাকে শীতের পরশ। কিন্তু গত কয়েক বছর ধরে অক্টোবরের মাঝামাঝি থেকেই শীত নামতে দেখা যায়।

আরও পড়ুন<<>>তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে, ক্রমেই বাড়ছে শীতের দাপট

শীত ঘিরে শুরু হয়েছে নতুন ধানে কৃষকের ঘরে নবান্নের আনন্দ। গোলার নতুন ধানে মৌ মৌ গন্ধের পাশাপাশি শুরু হয়েছে পিঠাপুলির উৎসব। জেলা শহরসহ গ্রামীণ জনপদের হাট-বাজারগুলোতে বিকেল হলেই শীতের গরম হরেক রকমের পিঠার পসরা সাজিয়ে বসছেন দোকানিরা। গরম পিঠার ধোয়াসহ খেতে ফুটপাতের এসব দোকানে ভিড় জমাচ্ছেন ভোজন রসিকরা।

এদিকে শীতের মাঝেও সকাল থেকে জীবিকার টানে কাজে বেরিয়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। চা বাগান, খনি এলাকা ও নদীঘাটে শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভ্যানচালক, দিনমজুর, রিকশাচালকরা জানাচ্ছেন রোদের আলো পাওয়ায় সকালবেলার কাজ কিছুটা স্বস্তিদায়ক হয়েছে।

অপরদিকে শীত বাড়ায় শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাবও বাড়ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা গত সপ্তাহের তুলনায় বেড়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। বিশেষ করে নিউমোনিয়া, হাঁপানি ও সর্দি-কাশির রোগী বেশি আসছেন।

পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, এ অঞ্চলটি হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের নিকটবর্তী হওয়ায় এখানে শীতের আগমন কিছুটা আগেই ঘটে। মঙ্গলবার সকাল ৯টায় রেকর্ড হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় রেকর্ড হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে এখন পর্যন্ত ১২.৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামেনি বলে জানান তিনি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়