Apan Desh | আপন দেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা শামীম শেখ গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৪, ১৮ নভেম্বর ২০২৫

আপডেট: ২৩:৪৯, ১৮ নভেম্বর ২০২৫

শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা শামীম শেখ গ্রেফতার

ফাইল ছবি

শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা শামীম শেখ গ্রেফতার। তাকে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান-১ শাখার কর্মকর্তা তিনি। তার নামে পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় দুটি মামলার রয়েছে।

ডিবি সূত্র জানিয়েছে, সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয় শামীমকে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে তাকে ঢাকা থেকে পিরোজপুরে নেয়া হয়েছে।

আরও পড়ুন<<>> শাহ্জালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

পিরোজপুর গোয়েন্দা পুলিশের ওসি আরিফুল ইসলাম জানান, পিরোজপুরের দুই থানার দুই মামলার আসামী শামীম শেখ। ঢাকা থেকে তাকে গ্রেফতার করে পিরোজপুরে আনা হয়েছে। মামলা দুটিতে গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়।

শামীম শেখের ভাই শ ম রেজাউল করিম। যিনি ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন। প্রথমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং পরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন তিনি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়