Apan Desh | আপন দেশ

মাদারীপুরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৩, ২ নভেম্বর ২০২৫

মাদারীপুরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

দিপ্তী মন্ডল

মাদারীপুরে যৌতুকের দাবি ও পারিবারিক কলহের জেরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলছে পুলিশ।

শনিবার (০১ নভেম্বর) শহরের বাদামতলা এলাকায় ঘটে এ ঘটনা। ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্তরা।

জানা যায়, তিন বছর আগে পারিবারিকভাবে শরিয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর গ্রামের প্রদীপ মন্ডলের মেয়ে দিপ্তী মন্ডলের বিয়ে হয় মাদারীপুর শহরের বাদামতলা এলাকার নিতাই মন্ডলের ছেলে তাপস মন্ডলের সঙ্গে। বিয়ের সময় স্বর্ণালংকার ও নগদ অর্থ দেয়া হলেও যৌতুকের দাবিতে প্রায়ই দিপ্তীকে মারধর করা হতো বলে জানায় স্বজনরা। খুঁটিনাটি বিষয়টি নিয়েও সংসার চলতো ঝগড়া। এ নিয়ে তাপস মন্ডলের পরিবারের কাছে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা পায়নি।

পরিবার আরও জানায়, কয়েকবার বাবার বাড়ি চলে যায় ওই গৃহবধূ। পরে শান্তনা দিয়ে আবারও গৃহবধু দিপ্তীকে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া হয়। শেষে যৌতুক ও পারিবারিক কলহের জেরে শনিবার দুপুরে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ স্বজনদের। পরে এটিকে আহত্মহত্যা বলেও চালিয়ে দেয়ার চেষ্টা করা হয় বলে জানায় দিপ্তীর পরিবার।

খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে পুলিশ।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়