
ছবি: আপন দেশ
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে কালীগঞ্জে প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা চত্বরে প্রশাসনের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র্যালি ও পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা প্রাঙ্গন হতে শুরু করে শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম।
আরও পড়ুন>>>বাংলাদেশ হকি দলের সুইজারল্যান্ড যাত্রা অনিশ্চিত!
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, প্রশাসনের দপ্তর প্রধানগণ, পৌর হিসাব রক্ষন কর্মকর্তা মো. দুলাল মোড়ল, উপজেলা বিএনপি’র সভাপতি মাস্টার হুমায়ুন কবীর, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম সুমন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, স্কুল- কলেজের শিক্ষার্থীবৃন্দ ও গণমাধ্যকর্মীসহ প্রমুখ।
দেশে প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। সড়ক দুর্ঘটনার সংবাদ যেন দৈনন্দিন অনিবার্য হয়ে গেছে। আইন আছে, প্রচার চলছে, বিভিন্ন নিরাপত্তা উদ্যোগ নেয়া হচ্ছে তবুও মৃত্যুর মিছিল থামছে না।
প্রায় তিনদশক আগে আজকের দিনে বান্দরবানে শুটিংয়ে থাকা স্বামী ইলিয়াস কাঞ্চনের কাছে যাওয়ার পথে চট্টগ্রামের অদূরে চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত হন জাহানারা কাঞ্চন। সে থেকে নিরাপদ সড়কের জন্য আন্দোলন করে আসছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
সামাজিক সংগঠন-নিরাপদ সড়ক চাই (নিসচা) এর পক্ষ থেকে প্রতিবছর ২২ অক্টোবরকে নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের দাবি জানানো হয়।
২০১৭ সালে মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন দেয়া হয়। সে থেকে প্রতিবছর দিবসটি উপলক্ষে সরকারী কর্মসূচির পাশাপাশি নিসচাসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে থাকে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।