
বাংলাদেশ হকি দল
অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকিতে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। আগামী ২৮ নভেম্বর থেকে ভারতে শুরু হবে এ টুর্নামেন্ট। তারই প্রস্তুতির জন্য মালয়েশিয়াতে খেলে এসেছে লাল সবুজ দল। এ মাসের শেষের দিকে যাওয়ার কথা ছিল সুইজারল্যান্ডেও।
একই সঙ্গে স্বাগতিক দেশ ও অস্ট্রিয়ার বিপক্ষে চারটি ম্যাচ নির্ধারিত ছিল। কিন্তু ভিসা জটিলতায় সেখানে যাওয়া হচ্ছে না বাংলাদেশ দলের। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।
এখন পর্যন্ত ২৬ জনের বহরের মধ্যে একজনের ভিসা হয়েছে। ঢাকার সুইস দূতাবাস থেকে আগেই জানিয়ে দেয়া হয়েছে স্বল্প সময়ে সবার ভিসা দেওয়া কঠিন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) চূড়ান্ত সবকিছু জানা যাবে।
আরও পড়ুন<<>>পর্তুগালের বয়সভিত্তিক দলে রোনালদোর ছেলে
এ বিষয়ে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে.কর্নেল (অব:) রিয়াজুল হাসান বলেন, আমাদের দলের সুইজারল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে না বলে অনেকটা নিশ্চিত হয়েছি। দলের একজন ছাড়া কারও ভিসা হয়নি। ভিসার জন্য স্লটই পাওয়া যাচ্ছে না।
তিনি বলেন, ওরা বলেছিল আরও আগে ভিসার জন্য আবেদন করতে। কিন্তু আমরা সুইজারল্যান্ড থেকে আমন্ত্রণ পেয়েছি কিছু দিন আগে। এখানে আমাদের কিছু করার নেই। এখন আগামীকাল (বৃহস্পতিবার) ভিসার বিষয়ে সবকিছু চূড়ান্ত হবে। এখন ভিসা না পেলে তো কিছু করার নেই।
আপাতত ডাচ কোচ আইকম্যানের অধীনে মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুশীলন চলছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।