Apan Desh | আপন দেশ

টঙ্গির গোডাউনে আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৯, ২২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৯:৪২, ২২ সেপ্টেম্বর ২০২৫

টঙ্গির গোডাউনে আগুন নিয়ন্ত্রণে

ছবি: আপন দেশ

গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটে সেমি পাকা টিনশেড কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্রিফিং করে জানান, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সালেহ উদ্দিন।

এর আগে, এদিন বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গীর নতুন বাজার সাহারা মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই টঙ্গী, গাজীপুর ও আশপাশের স্টেশন থেকে মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ঘন ধোঁয়া এবং দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরওপড়ুন<<>>টঙ্গির গোডাউনে আগুন, ৪ দগ্ধ ফায়ার ফাইটার হাসপাতালে

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে  জানা গেছে, সোমবার বিকেল সাড়ে চারটার দিকে সাহারা মার্কেটে একটি কেমিক্যাল গুদামে ঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় ভেতরে থাকা লোকজন দৌড়ে বের হয়ে আসেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

একপর্যায়ে কেমিক্যালের ড্রাম বিস্ফোরিত হয়ে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ও তিনজন ফায়ার সার্ভিসের কর্মী দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকায়  হাসপাতালে নেয়া হয়। 

অগ্নিকাণ্ডে গুরুতর আহতরা হচ্ছেন- মো. শামীম, মো. নুরুল হুদা, মো. জয় হাসান ও জান্নাতুল নাঈম (অফিসার)। তাদের জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়