
ছবি: আপন দেশ
নোয়াখালী জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ৭ দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইন ও র্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডুর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে মিলন (৩৫), হারুন (৩৪), সজিবকে (২৫) ১৫দিন করে বিনাশ্রম কারাদণ্ড। রতনকে (৩৮) ৩০দিন, আকরাম হোসেনকে (২৫) ৭দিনের কারাদণ্ড ও ৫০টাকা জরিমানা, স্বপন (৪৪) এবং মাসুদকে (৪৫) ১৫দিনের কারাদণ্ড ও ৫০টাকা জরিমানা করা হয়।
আরওপড়ুন<<>>অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নোয়াখালী জেনারেল হাসপাতালের বাইরে-ভেতরে দালাল চক্র রোগীদের বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। তারা সরকারি হাসপাতালে আসা রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে, ভুল বুঝিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যেত। তার বিনিময়ে তারা প্রাইভেট হাসপাতাল থেকে বড় অংকের কমিশন পেত। এছাড়া সরকারি হাসপাতালে আসা রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষার কথা বলে টাকা হাতিয়ে নিত।
এসব অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ দুপুরে অভিযান চালিয়ে হাসপাতালের বিভিন্ন স্থান থেকে ৭ দালালকে আটক করা হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ সাজা দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইন বলেন, হাসপাতালে দালালদের দৌরাত্ম্যে রোগীদের সেবা বিঘ্নিত হত। পরে আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাণ্ড দেয়া হয়।
র্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু বলেন, রোগীদের চিকিৎসা সেবার স্বার্থে ৭ দালালকে গ্রেফতার করা হয়। ভ্রাম্যমাণ আদালতে সাজা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।