Apan Desh | আপন দেশ

অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৫, ২০ সেপ্টেম্বর ২০২৫

অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ

ছবি: আপন দেশ

নোয়াখালী সদরের পশ্চিমাঞ্চলে চুরি-ডাকাতি বৃদ্ধি, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরমটুয়া ইউনিয়নের খলিসাটোলার নুর মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- নারী ইউপি সদস্য (মেম্বার) রেহানা মজিদ, বিএনপি নেতা ছালা উদ্দিন আহমেদ চৌধুরী দুলাল, জিয়াউল হায়দার পলাশ, কাজী সেলিম, মহি উদ্দিন, হুমায়ন কবির, নজরুল ইসলাম মজিদ প্রমুখ।

বক্তারা মানববন্ধনে অভিযোগ করে বলেন, নোয়াখালীর পশ্চিমাঞ্চল চরমটুয়া ইউনিয়ন লক্ষীপুর জেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে অহরহর চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। রাত হলেই মানুষকে আতঙ্কে থাকতে হয়। এসব অপরাধ দমনে প্রশাসনের পর্যাপ্ত নজরদানি নেই। তাই অবিলম্বে চরমটুয়া এলাকায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানান এলাকাবাসী।

এ বিষয়ে সুধারাম থানার ওসি কামরুল হাসান বলেন, যেকোনো ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। এর পরেও পুলিশের টহল আরও জোরদার করা হবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শিল্পকলার মহাপরিচালক হলেন কবি রেজাউদ্দিন স্টালিন চলতি বছরে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামছে বুধবার: স্বরাষ্ট্র উপদেষ্টা জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে বদলি চুরি হওয়া বাংলাদেশের ৮১ মিলিয়ন ডলার রিজার্ভ ফিলিপাইনে বাজেয়াপ্ত ৪ রাজনীতিবিদ নিয়ে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আজ সাবেক ভূমিমন্ত্রীর সম্পদ-অর্থপাচারের ২৩ বস্তা আলামত উদ্ধার আর্থিক খাতে স্বচ্ছতায় বাংলাদেশকে আট পরামর্শ যুক্তরাষ্ট্রের ইসরায়েলের গাজা দখলের যুদ্ধে আরও ৯১ ফিলিস্তিনির প্রাণহানি রোমাঞ্চকর জয়ে সুপার ফোর শুরু বাংলাদেশের