ছবি: আপন দেশ
পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ইপিজেড গেট সংলগ্ন মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও ৫ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে আউলিয়াপুর ইউনিয়নের ইপিজেড গেট সংলগ্ন কালভার্টের উত্তর পাশে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গলাচিপা উপজেলার বড়গাবুয়া গ্রামের মো. জালাল মৃধার ছেলে মোটরসাইকেল চালক মো. শামীম (৩৫) ও একই উপজেলার গোলখালী গ্রামের আ. মালেক মোল্লার ছেলে আনোয়ার মোল্লা (৪৫)। আহতদের মধ্যে হৃদয় নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরওপড়ুন<<>>সংবাদ সংগ্রহে গিয়ে সন্ত্রাসী হামলায় ৫ সাংবাদিক আহত
স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে শামীম, আনোয়ার ও হৃদয় তিনজন পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিল। দুপুর আনুমানিক দেড়টার দিকে কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মেঘনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আনোয়ার মোল্লা মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় শামীন ও হৃদয়কে উদ্ধার করে বরিশালের উদ্দেশ্যে নেয়ার পথে শামীম মারা যায় এবং হৃদয়কে বরিশাল পাঠানো হয়। এ সময় বাসেরও ৫/৭ জন যাত্রী আহত হয়েছে।
পটুয়াখালী সদর থানার ওসি মোহাম্মদ ইমতিয়াজ দুঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন , খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘাতক বাসটি আটক করেছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































