
ছবি: আপন দেশ
নরসিংদী সদর উপজেলার আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের বন্দুকযুদ্ধে ইদন মিয়া (৭০) নামে একব্যক্তি নিহত ও বহুলোক আহত হয়। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন যমুনা টেলিভিশন ও সময় টেলিভিশনের নরসিংদী জেলা প্রতিনিধি। এতে তারা গুরুতর আহত হন। এ ঘটনায় আরও তিন সাংবাদিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে নরসিংদী সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে বলে জানা যায়।
আহত অন্য সাংবাদিকরা হলেন- সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি আশিকুর রহমান পিয়াল, ক্যামেরাম্যান মাহফুজুর রহমান, একাত্তর টেলিভিশনের ক্যামেরাম্যান মো. ঈদুল ফিতর এবং আরও একজন স্থানীয় সাংবাদিক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে আলোকবালি ইউনিয়নের মুরাদনগর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে মুরাদনগর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলামের চাচা ইদন মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। নরসিংদী সদর হাসপাতালে ওই ঘটনার সংবাদ সংগ্রহকালে প্রতিপক্ষের সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর আতর্কিত হামলা চালিয়ে আহত করে। এছাড়া তাদের ক্যামেরা ভাঙচুর, মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়।
আরওপড়ুন<<>>নির্বাচন সরকার ঘোষিত সঠিক সময়ে হবে: টুকু
হামলার শিকার সাংবাদিকরা জানান, হামলাকারীদের হাতে থাকা লাঠি, লোহার রড ও কাঠের বাটাম দিয়ে বেধড়ক মারধর চালানো হয়। তাৎক্ষণিকভাবে অন্য সাংবাদিক ও হাসপাতালের লোকজন এগিয়ে এলে আহত সাংবাদিকরা হাসপাতালের ভেতরে গিয়ে আশ্রয় নেন।
এ বিষয়ে সাংবাদিক আইয়ুব খান বলেন, দৈনন্দিন কাজের অংশ হিসেবে আলোকবালির ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে অজ্ঞাত সন্ত্রাসীরা আমার পর হামলা চালায়। তারা আমাকে বেদম পিটিয়ে আমার ক্যামেরা ভাঙচুর, মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়।
নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা. ফরিদা গুলশানারা কবির জানান, সাংবাদিক আইয়ুব খানের মাথায় গুরুতর আঘাত পাওয়া গেছে। মাথার ডান পাশে চারটি সেলাই দিতে হয়েছে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতারা। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।