
ছবি: আপন দেশ
ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভরাডোবা হাইওয়ে থানার ওসি এবিএম মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ভরাডোবা হাইওয়ে থানার বাস দুটিকে জব্দ করেছে। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানা গেছে। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
ওসি মেহেদী মাসুদ বলেন, ঘটনাস্থলের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একপাশে নির্মাণকাজ চলছে। এ কারণে মহাসড়কের এক পাশ বন্ধ থাকায় অপর পাশ দিয়ে যানচলাচল করছে। এ সময় ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের সঙ্গে নেত্রকোনাগামী আয়ান রায়ান পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের মধ্যে দুইজনকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন<<>>‘বিএনপি সন্ত্রাস-লুটপাটের রাজনীতিতে বিশ্বাসী নয়’
তিনি আরও জানান, আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতর কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বতর্মানে ওই সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান ভালুকা হাইওয়ে থানার ওসি এবিএম মেহেদী মাসুদ।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতরা পুরুষ। একজনের আনুমানিক বয়স ১৫ বছর, অন্যজনের ৪০ বছর। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিএ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, দুর্ঘটনার পর পুলিশ বাস দুটি জব্দ করেছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।