
ছবি: আপন দেশ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা বাজার, বালারহাট বাজার, শিমুলবাড়ী শহীদ বাজার, ফুলবাড়ী বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে এবি পার্টি।
শনিবার (২৩ আগস্ট) গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন এবি পার্টির এমপি পদপ্রার্থী এবং কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক ডা. মো. নজরুল ইসলাম খাঁন।
দিনব্যাপী এ কর্মর্সচিতে ডা. নজরুল ইসলাম খাঁন উপজেলার দিনমজুর, ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পাশাপাশি এবি পার্টির নীতি, আদর্শ এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন।
আরওপড়ুন<<>>কালীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা
গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে এবি পার্টির এ নেতা বলেন, কুড়িগ্রাম একটি অবহেলিত জেলা। এ অঞ্চলের অন্যতম প্রধান সমস্যা বন্যা ও নদীভাঙন। এসব সমস্যা নিরসনে নদী শাসন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, পর্যাপ্ত ফ্লাড সেন্টার নির্মাণ করা হবে।
তিনি আরও বলেন, পিছিয়ে পড়া এ জেলার যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা, দূর্বল স্বাস্থ্য সেবা, গুণগত মানের শিক্ষার অভাব। ফুলবাড়ী উপজেলায় মাদক নির্মুলে এবি পার্টির নেতৃত্বের প্রত্যয় নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ!
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন পার্টির জেলা সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম জুয়েল, যুগ্ম আহবায়ক ফজর আলী হকসহ জেলা ও ফুলবাড়ী উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।