Apan Desh | আপন দেশ

কালীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৫, ২৩ আগস্ট ২০২৫

কালীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা

ছবি: আপন দেশ

গাজীপুরের কালীগঞ্জে মসজিদের ইমাম, খতিব, বিভিন্ন মাদরাসার সুপার ও অধ্যক্ষদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা হয়েছে। 

শনিবার (২৩ আগস্ট) দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদরাসা মাঠ প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মাস্টার হুমায়ুন কবির। 

এতে স্বাগত বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি এ.কে.এম ফজলুল হক মিলন।

আরওপড়ুন<<>>চা দোকানে এক মাসের বিদ্যুৎ বিল ৩ লক্ষাধিক টাকা

উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা আলী হোসেনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, আহবায়ক সদস্য আশরাফী হাবিবুল্লাহ, মোহাম্মদ ছোলাইমান আলম, খায়রুল আহসান মিন্টু, ফরিদ আহম্মেদ মৃধা, সাবেক পৌর মেয়র লুৎফর রহমান, মাদরাসা অধ্যক্ষ ড. রুহুল আমীন আজাদী, মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফেরদৌস খান সালেহী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাবলু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, সুপার, অধ্যক্ষ, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।

প্রধান অতিথির বক্তব্যে এ.কে.এম ফজলুল হক মিলন বলেন, আগামী নির্বাচনে এমপি নির্বাচিত হতে পারলে মসজিদের ইমাম, মোয়াজ্জিন,খতিব, মাদরাসা শিক্ষকসহ ইসলামের জন্য খেদমত করে যাব। তাদের সঙ্গে কেউ অন্যায় করলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেনও আশ্বাস দেন তিনি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়