Apan Desh | আপন দেশ

গোপন ছবি তুলে ছাত্রীকে কুপ্রস্তাব কোচিং শিক্ষকের, অতপর...

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৪, ২০ আগস্ট ২০২৫

গোপন ছবি তুলে ছাত্রীকে কুপ্রস্তাব কোচিং শিক্ষকের, অতপর...

ছবি : আপন দেশ

চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় এক কোচিং শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ তুলেছে এক ছাত্রী। এমন অভিযোগে মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আয়োজন করেন ভুক্তভোগী যৌন হয়রানীর শিকার শিক্ষার্থী ও তার পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্র দাবি করেন, পৌরসভার নতুন হাট এলাকার আব্দুর রহমানের ছেলে মো. হেলাল উদ্দিন নিজ বাসায় হেলাল কোচিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। সে কোচিং সেন্টারের নিয়মিত শিক্ষার্থী ছিলেন ওই ছাত্রী। গত এপ্রিল মাসে শিক্ষক হেলাল উদ্দিন তার পরিবারসহ সকল শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরে যান। সেখানে গোসল করা অবস্থায় ভেজা কাপড়ের একটি গোপন ছবি তোলে রাখেন শিক্ষক হেলাল উদ্দিন। সম্প্রতি ওই ছাত্রীর স্বামীর ব্যবহৃত ফেসবুক ম্যাসেঞ্জারে সে ছবি পাঠিয়ে কু-প্রস্তাব দেন। সেসঙ্গে বলে রাখেন শুধু মাত্র নমুনা পাঠালাম। রাজি না হলে আরও ছবি আছে, ছেড়ে দিবো।

এর কয়েকদিন পর আবারও ওই শিক্ষার্থী কোচিংয়ে গেলে গোসলের সময় ধারণ করা ছবি ও ভিডিও দেখিয়ে কু-প্রস্তাব দেন। এ নিয়ে ওই ছাত্রীর পরিবার শিক্ষক হেলাল উদ্দিনকে এসব অপকর্ম থেকে বিরত থাকার চাপ দিলে উভয় পক্ষের মধ্যে ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটে। এ নিয়ে সুষ্ঠু বিচার চেয়ে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শিক্ষক হেলাল উদ্দিনকে আসামি করে সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করেন।

আরও পড়ুন<<>>ছাত্র হত্যা মামলার আসামি এখন রাজাপুরের ইউএনও

সংবাদ সম্মেলনে ছাত্রীর বাবা-মা এবং স্বামীর পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার বিকেলে ছাত্রীর পরিবারের বিরুদ্ধে ছিনতাই ও মারধর এবং সদর মডেল থানার ওসি মতিউর রহমানকে হুমকির প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষক হেলাল উদ্দিন ও তার পরিবার।

এ বিষয়ে জানতে চাইলে সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, একজন ছাত্রীর বাবা তার মেয়েকে যৌন হয়রানীর অভিযোগ এনে এজাহার দিয়েছেন। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথাও বলেন ওসি। তবে শিক্ষককে হুমকির বিষয়টি ভিত্তিহীন দাবি করেন ওসি মতিউর রহমান।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়