Apan Desh | আপন দেশ

জুয়ার আসরে অভিযান, বিএনপির নেতাসহ গ্রেফতার ৩৪

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৪, ১৩ আগস্ট ২০২৫

জুয়ার আসরে অভিযান, বিএনপির নেতাসহ গ্রেফতার ৩৪

ছবি: আপন দেশ

টাঙ্গাইলে জুয়া ও মাদকের আসরে অভিযান চালিয়ে সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলীসহ ৩৪জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (১২ আগস্ট) রাতে শহরের শতাব্দী ক্লাব থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটকদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী রয়েছেন। এসময় ১ লাখ ৪৯ হাজার ৪১০ টাকা এবং ১৬ সেট তাস উদ্ধার করা হয়। পরে রাতেই সেনাবাহিনী আটকদের টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করে।

আরওপড়ুন<<>>নারীসহ আটকের ভিডিও ভাইরাল, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে, বেশকিছু দিন ধরে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর তত্ত্বাবধানে শতাব্দী ক্লাবে জুয়ার আসর চালানো হচ্ছিল। প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত লাখ লাখ টাকার জুয়া খেলা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহম্মেদ জানান, উল্লেখিত ব্যক্তিদের আটক করে যৌথবাহিনী থানায় সোপর্দ করে। পরে তাদের নামে জুয়া সংক্রান্ত আইনে মামলা দায়ের করে বুধবার (১৩ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়