
ছবি: আপন দেশ
গাজীপুরের কালীগঞ্জে পূর্বাচল নতুন শহর প্রকল্পের পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ ‘বিশেষ জীববৈচিত্র্য এলাকা’ থেকে ১৫৫টি অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) উচ্ছেদ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুরের সহকারী বন সংরক্ষক শাখেরা আক্তার শিমু, সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি, পুলিশ ও র্যাবের উর্ধতন কর্মকর্তা ও আনসার সদস্যরা।
পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দেশে সামাজিক বনায়ন, সংরক্ষিত বন সৃষ্টি, উপকূলীয় বনায়ন ও গ্রামীণ বন উন্নয়নের পদক্ষেপের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
আরওপড়ুন<<>>মাইলস্টোনে নিহতদের স্মরণে মুকসুদপুর প্রেসক্লাবে দোয়া
কালীগঞ্জ উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৪ ও ২৫ নং সেক্টরের প্রায় ১৪৪ একর ভূমি শালকপিচ সমৃদ্ধ বন ও জীববৈচিত্র্যের কারণে ‘বিশেষ জীববৈচিত্র্য এলাকা’ হিসেবে ঘোষণা করে সরকার। ইতোমধ্যে বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইনের ক্ষমতাবলে এ এলাকাটি সংরক্ষণের জন্য সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারি করা হয়।
এ আইনে পূর্বাচলের এ এলাকায় গড়ে ওঠা ঘরবাড়ি বেআইনি হিসেবে গণ্য হয়। কিছু দখলদার দীর্ঘদিন ধরে মিথ্যা দলিল ও মৌখিক প্রতিশ্রুতির ভিত্তিতে ঘর নির্মাণ করে বসবাস করছিল। দীর্ঘদিন ধরে ৪৪ জন ব্যক্তি এ সংরক্ষিত এলাকায় অবৈধভাবে ১৫৫টি ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিল।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।