
ছবি: আপন দেশ
ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় গোপালগঞ্জের মুকসুদপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মুকসুদপুর ফরিদ মিয়া কমপ্লেক্সে প্রেসক্লাব কার্যালয়ে রোববার (২৭ জুলাই) এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া।
আরওপড়ুন<<>>অস্ত্র-গুলিসহ রায়পুরায় দুই নারী আটক
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি হাফিজুর রহমান, সহ-সভাপতি কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,আরেফিন মুক্তার, হুসাইন আহম্মেদ কবির, সাংগঠনিক সম্পাদক মো. কাইয়ুম শরীফ, প্রচার সম্পাদক মামুন মোল্লা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন পান্নু, ত্রুীড়া সম্পাদক মো. বাবুল শেখ, কোষাধ্যক্ষ রাজু মিয়া ও আইন বিষয়ক সম্পাদক গোলাম রাব্বী আকাশ প্রমূখ।
আলোচনা সভা শেষে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের টনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হুসাইন আহম্মেদ কবির।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।