Apan Desh | আপন দেশ

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন সংবিধান হবে: নাহিদ

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪০, ২৭ জুলাই ২০২৫

আপডেট: ২১:৫৮, ২৭ জুলাই ২০২৫

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন সংবিধান হবে: নাহিদ

নেত্রকোনা শহরের মোক্তারপাড়া কালেক্টরেট মাঠে সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা।

আমরা বলছি এ মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন সংবিধান হবে। আমদের একটি গণকল্যাণমুখী রাষ্ট্র হবে। ইনশাআল্লাহ এ নাগরিক পার্টি জনগণের কল্যাণে কাজ করবে। এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।

রোববার (২৭ জুলাই) বেলা ১২টায় নেত্রকোনা শহরের মোক্তারপাড়া কালেক্টরেট মাঠে সংক্ষিপ্ত সমাবেশ স্থলে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, যে সরকার ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষকে নির্যাতন করেছে সে সরকারকে সাধারণ ছাত্র-জনতা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে নামিয়েছে। তারা তরুণদের মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণ করবে।

নাহিদ বলেন, নতুন সংবিধানের জন্য একটি গণপরিষদ নির্বাচন লাগবে। যার মাধ্যমে জনগণ তাদের জন্য একটি নতুন সংবিধান তৈরির রায় দেবে।

এনসিপির আহবায়ক বলেন, নেত্রকোনা বন্যাকবলিত এলাকায় একটি টেকসই জেলা গঠনের জন্য জাতীয় নাগরিক পার্টিকে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ এ নাগরিক পার্টি জনগণের কল্যাণে কাজ করবে।

এরআগে জুলাই পদযাত্রা উপলক্ষে নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা বেলা ১২টায় শহরের মোক্তারপাড়া কালেক্টরেট মাঠে সংক্ষিপ্ত সমাবেশ স্থলে আসেন।

 আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়