Apan Desh | আপন দেশ

কালীগঞ্জে চালক হত্যা করে অটোরিকশা ছিনতাই

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৫, ২১ জুলাই ২০২৫

আপডেট: ১৪:৫৪, ২১ জুলাই ২০২৫

কালীগঞ্জে চালক হত্যা করে অটোরিকশা ছিনতাই

ছবি: আপন দেশ

গাজীপুরের কালীগঞ্জে আনোয়ার হোসেন (৫৫) নামে এক অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

কালীগঞ্জ পৌরসভার  মূলগাঁও মাদরাসা সংলগ্ন এলাকার জঙ্গল থেকে রোববার (২০ জুলাই) নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আনোয়ারকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করেছে। নিহত আনোয়ার পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের চৈতারপাড়া গ্রামের মৃত তাজিম উদ্দিনের পূত্র। তিনি তিন ছেলে তিনি মেয়ের জনক ছিলেন।

আরওপড়ুন<<>>নরসিংদীতে সংঘর্ষে নারী নিহত, গুলিবিদ্ধসহ আহত ১৫

নিহতের ছেলে জাহাঙ্গীর হোসেন এ প্রতিবেদককে জানায়, তার বাবা বেশীর ভাগ সময় রাতেই অটো চালাতেন এবং সকালে বাড়ি ফিরতেন। প্রতিদিনের ন্যায় শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় অটো নিয়ে বের হয়। পরের দিন সকালে আর বাড়ি ফিরেনি। নিহতের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। রোববার বিকেলে মূলগাঁও মাদরাসা সংলগ্ন মাঠে বাচ্চারা খেলা করার সময় মোবাইল ফোনের রিংটোনের শব্দ শুনতে পেয়ে গিয়ে দেখে জঙ্গলে মরদেহ পড়ে আছে।

তিনি আরও বলেন, তার বাবাকে গলায় কাপড় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে স্থানীয়রা খবর দিলে বাবার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে অটোরিকশাটি পাওয়া যায়নি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে আনোয়ারকে হত্যা করা হয়ে থাকতে পারে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোমবার গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। নিহতের ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়