Apan Desh | আপন দেশ

কালীগঞ্জ পৌরসভার বাজেট ৬১ কোটি টাকা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫১, ২০ জুলাই ২০২৫

আপডেট: ১৮:০৩, ২০ জুলাই ২০২৫

কালীগঞ্জ পৌরসভার বাজেট ৬১ কোটি টাকা

ছবি: আপন দেশ

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের ৬১ কোটি ৮৮ লাখ ৩৬ হাজার ৩০৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোনো কর আরোপ ছাড়াই এবারের বাজেট ঘোষণা করা হয়।

রোববার (২০ জুলাই) দুপুরে পৌর মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক তনিমা আফ্রাদ এ বাজেট ঘোষণা করেন।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় ৮ কোটি ২৬ লাখ ৬৯ হাজার ৬৪৯ টাকা এবং উন্নয়ন খাতে আয় ৫৩ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৬৫৬ টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অপরদিকে রাজস্ব খাতে ব্যয় ৮ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৫৩ কোটি ৪২ লাখ টাকা। সর্বসাকুল্যে মোট বাজেটের পরিমাণ ৬১ কোটি ৮৮ লাখ ৩৬ হাজার ৩০৫ টাকা নির্ধারন করা হয়েছে।

আরওপড়ুন<<>>কোটি টাকা আত্মসাৎ করে পলাতক আ.লীগ নেতার বিচার দাবি

বাজেট অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিজওয়ানা রশিদ, পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মী প্রমুখ।

পরে পৌর এলাকার অসহায় ও দরিদ্র নারীদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন দেয়া হয়। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়