
ছবি : আপন দেশ
বগুড়া সদরে ঘরে ঢুকে ছুরিকাঘাতে দুই নারীকে হত্যার ঘটনায় অভিযুক্ত সৈকত হাসান নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বগুড়া শহরের খান্দার এলাকার পাসপোর্ট অফিসের সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
বগুড়া ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারের পর হত্যায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করে প্রাথমিক জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত সৈকত। প্রেম ও বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে একাই তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
এ দিকে এ ঘটনায় এদিন দুপুর ১২টার পর আসামি সৈকতকে নিয়ে শহরের হরিগাড়ী ইসলামপুর এলাকার একটি জলাশয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধারে যাবে বলে জানান ডিবি পুলিশ ইকবাল বাহার।
এর আগে বুধবার (১৬ জুলাই) রাত সোয়া আটটার দিকে শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকায় ওই দুই নারীকে গলাকেটে হত্যার অভিযোগ ওঠে। এ সময় ছুরিকাঘাতে আহত হয় একজন। নিহতরা হলেন- ইসলামপুর হরিগাড়ী এলাকার মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলী বেওয়া (৮৩) এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন ( ২১)।
আরওপড়ুন<<>>ঘরে ঢুকে দুই নারীকে ছুরিকাঘাতে হত্যা
নিহতের পরিবার জানায়, এসএসসি পরীক্ষায় এবার উত্তীর্ণ হয়েছে বন্যা। স্কুলে পড়ার সময় স্থানীয় প্রতিবেশী সোহেলের ছেলে সৈকত নামে এক যুবক প্রায়ই তাকে উত্যক্ত করতো এবং বিয়ের প্রস্তাব দিত। কিন্তু বন্যার পরিবার বিয়ে দিতে অস্বীকার করে এবং উত্যক্তের প্রতিবাদ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সৈকত ও আরও ৭ থেকে ৮ জন দুর্বৃত্তরা মিলে রাত আটটার দিকে ঘরে ঢুকে লাইলী বেওয়া ও হাবিবাকে গলা কেটে এবং বন্যাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আহত বন্যার ফুপাতো ভাই মো. খোকন জানান, সৈকত বন্যাকে পছন্দ করে বলে প্রায়ই বিরক্ত করতো। বুধবার সন্ধ্যায় বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকায় সৈকতসহ আরও ৭ থেকে ৮জন ঘরে প্রবেশ করে। তখন বন্যার ভাবী হাবিবা তাদের দেখে গালিগালাজ করে। এতে ক্ষিপ্ত হয়ে প্রথমে হাবিবাকে গলায় ছুরিকাঘাত করে। পরে লাইলী বেওয়াকেও গলায় ছুরিকাঘাত করা হয়। তখন বন্যা আসলে তার পেটেও ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, দুই নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। আমরা আসামি ধরতে অভিযান শুরু করেছি। তবে কি কারণে এ হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।