Apan Desh | আপন দেশ

ঘরে ঢুকে দুই নারীকে ছুরিকাঘাতে হত্যা

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪০, ১৭ জুলাই ২০২৫

আপডেট: ১২:১৩, ১৭ জুলাই ২০২৫

ঘরে ঢুকে দুই নারীকে ছুরিকাঘাতে হত্যা

ফাইল ছবি

বগুড়া শহরে ঘরে ঢুকে দুই নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বন্যা নামের এক আরও এক নারী গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন- শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকার মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলী বেওয়া (৮৩) এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন (২১)। দুজন সম্পর্কে দাদী শাশুড়ি ও নাতি বউ। আহত বন্যা নিহত লাইলী বেওয়ার ছেলে বুলবুলের মেয়ে।
 
বুধবার (১৬ জুলাই) দিবাগ রাত সোয়া ৮টার দিকে পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর হরিগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোস্তফা মঞ্জুর এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আমরা আসামি ধরতে অভিযান শুরু করেছি। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও জানা যায়নি।

আরওপড়ুন<<>>গোপালগঞ্জে কারফিউ চলছে, পরিস্থিতি থমথমে 

ভুক্তভোগীদের স্বজনরা জানান, সন্ধ্যায় বন্যা তার ভাবি হাবিবা ও দাদি লাইলীর বাড়িতেই ছিলেন। দুর্বৃত্তের হামলা পর চিৎকারে স্বজনেরা ছুটে এসে বন্যা, লাইলী ও হাবিবাকে রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখে। এ সময় তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লাইলী ও হাবিবাকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত অবস্থায় বন্যাকে সার্জারি বিভাগে নেও হয়। তিনি এখনো সেখানেই চিকিৎসাধীন আছেন।

আহত বন্যার ফুফাতো ভাই মো. খোকন বলেন, সৈকত নামে এক ছেলে বন্যাকে পছন্দ করে। সে প্রায়ই বিরক্ত করত। বুধবার সন্ধ্যায় বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকায় সৈকতসহ আরও সাত-আটজন ঘরে প্রবেশ করে। ‘তখন বন্যার ভাবী হাবিবা তাদের গালিগালাজ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা প্রথমে হাবিবাকে গলায় ছুরিকাঘাত করে। এরপর লাইলী বেওয়াকেও গলায় ছুরিকাঘাত করা হয়। এ সময় বন্যা ছুটে এলে তার পেটেও ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়