
প্রতীকী ছবি
সিলেট নগরীর কাজির বাজারে চা দেয়া নিয়ে বাকবিতণ্ডার জেরে দিনার আহমদ রুমন নামে এক হোটেল কর্মচারীকে হত্যা করা হয়েছে।
রোববার (১৩ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হোটেল কর্মচারী রুমন নগরীর দক্ষিণ সুরমার জালালপুর বাজার এলাকার মৃত তকলিছ আলীর ছেলে।
রুমন কাজির বাজারের মাছবাজার সংলগ্ন নিরু বাবুর চায়ের দোকানে কর্মচারী ছিলেন।
আরওপড়ুন<<>>রাঙামাটিতে কনে-কাজীর যোগসাজশে কাবিন জালিয়াতি, তদন্তে পিবিআই
পুলিশ জানায়, সকালে এক যুবক চা খেতে কাজির বাজারের মাছবাজার সংলগ্ন নিরু বাবুর চায়ের দোকানে ঢুকেন। চা দিতে বিলম্ব হওয়ায় তিনি রুমনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তখন হোটেল মালিক ও আশপাশের লোকজন তাদের শান্ত করেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এর কিছুক্ষণ পর ওই যুবক আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে হোটেলে ঢুকে ওই কর্মচারীর ওপর হামলা চালান।
একপর্যায়ে রুমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতয়ালী মডেল থানার ওসি মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের ধরতে অভিযান চলমান আছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।